কঙ্গনা রানাওয়াত অভিনীত ছবি এমারজেন্সি মুক্তি পেতে চলেছে শীঘ্রই। এই ছবিতে তাঁকে ভারতের প্রাক্তন তথা প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে। আর সেই ছবির প্রচারের ফাঁকেই অভিনেত্রী কথা বললেন অনলাইন কন্টেন্ট এবং OTT মাধ্যম নিয়ে। সেখানেই তিনি জানালেন কেন এই বিষয়ে সেন্༒সরশিপের প্রয়োজন আছে।
আরও পড়ুন: 'প্রশাসনকে গাফিলতির দায় নিতে হবে', আরজি কর কাণ্ডে ফের সরব পরম🌞, তদন্ত নিয়ে তুললেন কোন প্রশ্ন?
কী জানিয়েছেন কঙ্গনা?
টাইমস অব ইন্ডিয়াকে দে🍃ওয়া সাক্ষাৎকারে কঙ্গনা জানিয়েছেন, 'আজকাল কন্টে꧑ন্ট ভীষণ উগ্র এবং নৃশংস হয়ে যাচ্ছে। বিশেষ করে মানুষ যেখানে যখন ইচ্ছে কানে হেডফোন দিয়ে সেসব দেখতে পারছে। এর মহিলাদের বাড়ছে মহিলাদের অবজেক্টিফিকেশন করার প্রবণতা। অনলাইন শোয়ের উপর নজরদারি চালানো উচিত। এমনকি ইউটিউবের কন্টেন্টের উপরেও। অনেক দেশেই ইতিমধ্যেই এটা চালু করে দিয়েছে, আর তাঁরা ভারতের থেকে অনেক ভালো আছে। ভারতে এখন যে ধরনের ঘটনা ঘটছে সেটা ভয় পাওয়ার মতোই।'
এমারজেন্সি ছবি প্রসঙ্গে
এমারজেন্সি ছবিতে কঙ্গনা রানাওয়াত ছাড়াও থাকবেন অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সꦡোমান, শ্রেয়স তালপাড়ে, প্রমুখ। থাকবেন প্রয়াত অভিনেতা সতীশ কৌশিকও। জি স্টুডিওজ এবং মণিকর্নিকা ফিল্মস এই ছবিটির প্রযোজনা করেছে। ভারতের অন্যতম অশান্ত সময়কে তুলে ধরা হয়েছে এই ছবিটিতে। আগামী ৬ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।
আরও পড়ুন: 'সরকারের সঙ্গে কো🅺নও সম্পর্ক নেই...' আরজি কর কাণ্ডের মাঝেই পায়েলকে হেনস্থা, কী জানালেন কুণাল ঘ🐓োষ?