ཧ গৃহকর্মে আরও বেশি মন দেওয়া উচিত। একটা সময় কঙ্গনা রানাওয়াতকে এমনটাই বলতেন তাঁর মা। সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা স্বীকার করে নিয়েছেন 'বলিউড কুইন'। ব্রুট ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সেসময় তিনি ভাবতেন, বড়ই বোকার মতো তাঁকে এধরনের কথাগুলি বলতেন তাঁর মা।
ঠিক কী বলেছেন কঙ্গনা?
✱কঙ্গনা বলেন, 'আমার মা আমাকে বলতেন, একজন মহিলা হিসাবে তোমার বাড়ির কাজে আরও বেশি মন দেওয়া উচিত। আচার (আচার) তৈরি থেকে ঘি বানানো, শাকসবজির চাষ কীভাবে হয় সবই শিখে নেওয়া উচিত। তখন আমি ভাবতাম, মা কী বোকা বোকা কথা বলছে, এসবে কী আসে যায়!
✨কঙ্গনার কথায়, ‘তখন আমি ভাবতাম আমি দেশের সবচেয়ে কম বয়সী ও ধনী নারীদের মধ্যে একজন। কিন্তু আজ আমিও একই কথা বলছি...। এখন আমারও মনে হয় এটা একটা নারীর অভিব্যক্তি। আমি একটা উক্তি পড়েছিলাম যে আপনি নারী হয়ে জন্মান না, কিন্তু আপনি একজন নারী হয়ে বেড়ে ওঠেন... আজ আমার মা খুশি এবং উনি মনে করেন আমি পরিপক্ক হয়েছি এবং জ্ঞানী হয়েছি।’
কঙ্গনার শেষ প্রজেক্ট
ꦗপ্রসঙ্গত, কাজের ক্ষেত্রে কঙ্গনাকে শেষবার দেখা গিয়েছে 'ইমার্জেন্সি' ছবিতে, যেখানে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন। ১৭ জানুয়ারি সিনেমাহলে মুক্তি পেয়েছে ছবিটি। ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ইন্দিরা গান্ধী যে ২১ মাসের জন্য জরুরি অবস্থা জারি করেছিলেন, তার উপর ভিত্তি করে তৈরি হয়েছে। কঙ্গনার পরিচালনা, প্রযোজনায় তৈরি এই ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, শ্রেয়াস তালপাড়ে, বিশাখ নায়ার, মিলিন্দ সোমান এবং প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক।
🧸এদিকে অভিনয় ছাড়াও মানালিতে 'দ্য মাউন্টেন স্টোরি' নামে নতুন রেস্তোরাঁ খুলেছেন কঙ্গনা। যদিও বহু আগে এক সাক্ষাৎকারে অদূর ভবিষ্যতে একটি ক্যাফে খোলার ইচ্ছা প্রকাশ করেছিলেন কঙ্গনা। ২০১৩ সালে কঙ্গনা অভিনেত্রীদের নিয়ে একটা গোল টেবিল সাক্ষাৎকারের অংশ হয়েছিলেন, সেখানেই এই ইচ্ছা প্রকাশ করেছিলেন বলিউড 'কুইন'। যেখানে কঙ্গনার সঙ্গে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও উপস্থিত ছিলেন। ১০ বছর পর নিজেকে কোথায় দেখতে চান, এমন প্রশ্নের জবাবে কঙ্গনা বলেন, তিনি একটি রেস্তোরাঁ খুলতে চান।