শুরুটা হয়েছিল অত্যন্ত নেতিবাচক ভাবে। আর চার পাঁচটা ধারাবাহিকে যেমন শাশুড়ি বৌমার সমস্যা দেখানো হয় এখানেও তেমনটাই দেখানো হয়েছিল। এমনকি ছেলে বৌমার ফুলশয্যা পণ্ড করতে শাশুড়িকে সেই ঘরে ঢুকে পড়তেও দেখানো হয়েছে এখানে। কিন্তু ধীরে ধীরে শাশুড়ি বৌমার ꧂সেই 𒆙রসায়ন বদলেছে। বলা ভালো বৌমা শিমুল নিজে হাতে ধরে শাশুড়ি মধুবালাকে পাল্টে দিয়েছে কার কাছে কই মনের কথা ধারাবাহিকে। সেই শাশুড়ির বাইরের রুক্ষ মানুষের মধ্যে থাকা ভালো, হাসিখুশি মানুষটিকে বের করে এনেছে। এখন তো শাশুড়ি বৌমাকে একসঙ্গে পুজোর কাজ করতেও দেখা যাচ্ছে। বলা ভালো মধুবালা শিমুল এখন এক টিমে, আর পরাগ পলাশ আরেক দলে। আর শাশুড়ি বউয়ের এই মিল দেখানোর পরই চড়চড় করে বেড়ে গিয়েছে টিআরপি। এই সপ্তাহে টিআরপি তালিকার একদম শীর্ষে আছে কার কাছে কই মনের কথা। ধারাবাহিক ভালো ফল করার পর কেমন লাগছে মানালি ওরফে শিমুলের?
কার কাছে কই মনের কথা নিয়ে কী বলছেন মানালি দে?
কার কাছে কই মনের কথা ধারাবাহিকে একাধিক ছক ভাঙা টপিক তুলে আনা হয়েছে। এখানে কখনও ম্যারিটাল রেপ, কখনও আবার বধূ নির্যাতন, কখনও মেয়েদের হকের লড়াই সবটাই তুলে ধরা হয়েছে। গল্পের মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে চাইলে সব সম্ভব। এবং মেয়েরা মোটেই দুর্বল নয়। আর এখানেই বাজি জিতেছে এই ধারাবাহিক। কনসেপ্ট প্রথম থেকেই পছন্দ ক✱রেছে দর্শকরা। এবার সোজা টিআরপি তালিকায় টপ করল এই ধারাবাহিক। সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী মানালি দে।
আরও পড়ুন: মেয়ে সুহানার প্রথম ছবির ট্রেলা🧸রের তারিফ শাহরুখের, দ্য আর্চিজের জন্য কী লিখলেন কিং খান?
আরও পড়ুন: এই শীতে কি ফের টলিউডে সানাই বাজতে চলল? বিয়ে করছেন নাকি 'মা' ꦇখ্যাত তিথি?
আনন্দবাজারের কাছে এই প্রসঙ্গে 💧দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, 'ভালো নম্বর পেতে ভালো লাগে। আমরা সবাই মিলেই আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। এত ভালো নম্বর পেলে সেই চেষ্টার মাত্রা আরও বেড়ে যায়। এই গল্পের মাধ্যমে আমরা সবসময়ই💫 একটা ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করছি। তাই একটা লক্ষ্য থাকা ভালো।'
প্রসঙ্গত গত সপ্তাহ থেকেই টিআরপি তালিকা ওলোট পালোট হয়ে চলেছে। এতদিন সেখানে প্রথমে অনুরাগের ছোঁয়া থাকত। এখন সেটা অনেকটাই নেমে গেছে তালিকায়। কমেছে জগদ্ধাত্রীর ন♎ম্বর যা দুই নম্বরে থাকত সাধারণত। এই সপ্তাহে প্রথমে আছে কার কাছে কই মনের কথা ধারাবাহিক।