কার কাছে কই মনের কথা ধারাবাহিকের গল্প জমে উঠেছে। আর হবে নাই বা কেন, এতদিন যে নায়ক নায়িকা একে অন্যকে সহ্যই করতে পারত না। এখন যে তারা ফের🅘 কাছাকাছি 🎃আসছে। তার মধ্যেই পলাশ এবং প্রতিজ্ঞা শয়তানি করে শিমুলকে মেরে ফেলার চেষ্টা করে প্রথমে। না পারলে তাকে মিথ্যে কেসে ফাঁসাতে চায়। আর শেষ মুহূর্তে এই কেসে শিমুলের পাশে এসে দাঁড়ায় পরাগ। শুধু দাঁড়ায় না। তাঁকে সাহায্য পর্যন্ত করে।
আরও পড়ুন: তৃণমূলের হয়ে লড়ছেন, অথচ বছর দেড়েক 𓄧আগে বিজেপিতেই যোগ দিতে চেয়েছিলেন রচনা! দাবি লকেটের
কার কাছে কই মনের কথা ধারাবাহিকের আপডেট
মঙ্গলবার অর্থাৎ ২১ মের পর্বে দেখানো হবে শেষ দিনের সাক্ষ্য দানে শিমুলের হয়ে সাক্ষ্য দিতে আসে পরাগ। সকলকে চমকে দিয়ে স্বাভাবিক ভাবে হেঁটে কোর্টে প্রবেশ করে। এমনকি শিমুলের হয়ে সে সাক্ষ্য দেয়। কোর্টের কাছে জানায় তার ভাই এবং ভাইয়ের স্ত্রী কীভাবে প্রথম থেকেই শিমুলকে মেরে ফেলার প্ল্যান কꦬরে তাও তার সামনেই। কোথায় কবে শিমুলকে মারবে তারা সেসব আলোচনাও করে তারা।
পরাগ এরপর ফোনের র🌜েকর্ডিং জমা দেয় প্রমাণ হিসেবে। সেখানেই ধরা পড়ে পলাশ এবং প্রতীক্ষার সমস্ত পরিকল্পনা। একই সঙ্গে এদিন পরাগ জানায় এর মধ্যেও তার ভাই তাকে বিষ খাইয়ে মারতে চেয়েছিল। এই কথা শুনে তাজ্জব বনে যায় সকলেই। এখন দেখার পালা কোর্ট কী রায় দেয়।
আরও পড়ুন: 🐠ভুল জায়গায় গিয়ে লম্ফঝম্প! নিজের পোলিং বুথের বদলে অন্য জায়গায় গিয়ে চিৎকার গওহরের, তারপর...?
কার কাছে কই মনের কথা প্রসঙ্গে
কার কাছে কই মনের কথা ধারাবাহিকটি এতদিন সন্ধে সাড়ে ছয়টা থেকে সম্প্রচারিত হতো। কিন্তু গত কয়ে༒ক সপ্তাহ ধরে সময় বদলেছে এই সিরিয়ালের। এখন এটি রাত সাড়ে নয়টা থেকে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সম্প্রচারিত হয🐼়। তবে এখন হয়তো আবারও সময় বদলাতে চলেছে এই মেগার। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় মানালি মনীষা দে, দ্রোণ মুখোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায়, সৃজনী মিত্র, শ্রীতমা ভট্টাচার্য, প্রমুখ আছেন।