কার কাছে কই༺ মনের কথা ধারাবাহিকে আবারও ষড়যন্ত্রের শিকার হতে চলেছে শিমুল। তাকে এবার আর কোনও কিছুতে ফাঁসানো নয়, সোজাসুজি খুনের পরিকল্পনা করে বসেছে পলাশ এবং প্রতীক্ষা। নায়িকাকে স্কুল থেকে ফেরার পথে মেরে দূরে ফেলে দেওয়ার ফন্দি এঁটেছে তারা। আর এই সব কথাই পরাগের সামনে বলে ফেলে তা🐽রা।
সবটা কেবল যে পরাগ শুনেছে সেটাই ▨নয়, রীতিমত ফোনে রেকর্ড করে রেখেছে। সেটাই নাকি তার তুরুপের তাস। এমনকি এদিন সে রীতিমত শিমুলকে সতর্ক করে দেয় বিপদের বিষয়ে। সাবধান থাকতে বলে।
আরও পড়ুন: গোটা সেটের সামনেই দুর্জয়কে চুমু 'টিনএজার' রাণীর! অভিজ্ঞতা জানিয়ܫে বললেন, 'একটু অস্বস্তি তো...'
শুধু তাই নয়। নতুন করে যেন সে শিমুলের প্রেমে পড়ে। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে নায়িকার দিকে। কেঁদেও ফে𒊎লে তার চিন্তায়। পরাগকে আশ্বস্ত করে শিমুল। জানায় তার কিছুই হবে না।
অন্যদিকে সে এখন তার স্কুলের রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে ব্যস্ত। সেখানে সেও না🌳চবে ছাত্র ছাত্রীদের জন্য। কদিনেই সকলেই শিমুলের গুণমুগ্ধ হয়ে গিয়েছে। তাতে অবশ্য বেজায় রুষ্ট হয়েছে তার কলিগরা। কিন্তু তাতে সমস্ত ছাত্র ছাত্রীরা দরাজ গলায় প্রশংসায় করতে থাকে শিমুলের।
আরও পড়ুন: পাইস হোটেল ছেড়ে এবার নন্দ🔯িনী দিদি নিজেই ফুড ব্লগার? বাঘা যতীনের ডিজে অরুণ দার দোকানে করলেন কীꦰ?
কার কাছে কই মনের কথা প্রসঙ্গে
কার কাছে কই মনের কথা ধারাবাহিকটি এতদিন সন্ধে সাড়ে ছয়🤡টা থেকে সম্প্রচারিত হতো। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে সময় বদলেছে এই সিরিয়ালের। এখন এটি রাত সাড়ে নয়টা থেকে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সম্প্রচারিত হয়। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় মানালি মনীষা দে, দ্রোণ মুখোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায়, 💖সৃজনী মিত্র, শ্রীতমা ভট্টাচার্য, প্রমুখ আছেন।