সম্প্রতি ধর্মা প্রোডাকশন হাউজের ৫০ শতাংশের মালিকানা বিক্রি করেছেন করণ জোহর। আর সেই ৫০ শতাংশ কিনে নিয়েছেন আদর পুনাওয়ালা। এতদিন এই বিষয়ে পꦇ্রকাশ্যে কিছু বলেননি করণ। অবশেষে মুখ খুললেন। কেন আদরকেই বিক্রি করলেন প্রযো♐জনা সংস্থার অর্ধেক মালিকানা?
আরও পড়ুন: প্রেমের জল্পনায় সিলমোহর সইফ - পুত্রের? মালদ্বীপ থেকে একই সময় একই সঙ্গে ছবি পোস্ট পল🐎ক - ইব্রাহিমের
ধর্মার মালিকানা বিক্রি নিয়ে কী বললেন করণ?
এদিন পরিচালক, প্রযোজক CNBC টিভি ১৮ এর গ্লোবাল লিডারশিপ সামি🌱টে এসে এই প্রসঙ্গে বলেন, 'আমাদের জন্য এটা মোটেই কোনও বড় সিদ্ধান্ত ছিল না। আদরের সঙ্গে পার্টনারশিপে যাওয়াটা কোনও বড় ব্যাপার নয়। সহজ ছিল বরং। আমি আর অপূর্ব (অপূর্ব মেহতা, ধর্মা প্রোডাকশনের সিইও) নিজেদের হাতে করে এই কোম্পানিকে গড়ে তুলেছি। আমরা দুজনেই জানতাম ধর্মা প্রোডাকশন হাউজের জন্য যোগ্য এবং সেরা পার্টনার ওই হতো। আর সেখানেই এটা নিয়ে যেতে চেয়েছিলাম আমরা।'
তিনি এদিন আরও বলেন যে পার্সিরা তাঁর উপর বেশ দয়াবান। একই সঙ্গে জানান তাঁর বাবা এই প্রযোজনা সংস্থা বানালেও মাত্র কটা ছবি তিনি প্রযোজনা করেছিলেন। কিন্তু তারপর ব্যবসা বাড়িয়েছেন খোদ করণ। আর এখন তিনি বুঝেছিলেন যে বিনিয়োগের প্রয়োজন আছে, তাই এই সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি মজা করে এদিন জানান যে তিনি ভাবছেন ধর্মা প্রোডাকশন হাউজের নাম বদলে ফার্𒅌মা প্রোডাকশন হাউজ করবেন কিনা!
করণ জোহরের শেষ প্রযোজিত ছব♐ি হল জিগরা। ভাসান বালা ছবিটির পরিচালনা করেছিলেন। মুখ্য ভূমিকায় ছিলেন আলিয়া ভাট এবং বেদাং রায়না।
আরও পড়ুন: অবশেষে স্লট পে��ল মিত্তির বাড়ি! আদৃতের ধারাবাহিক কবে থেকে কোন সময়ে দ🍎েখা যাবে? থামছে কোন মেগা?