আসতে চলেছে কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬। আর সেই কথা হিন্দুস🥀্⛦তান টাইমস বাংলা আগেই জানিয়েছিল। এবার চ্যানেলে তরফে প্রকাশ্যে আনা হল কেবিসির নতুন প্রোমো। সেখানেই দেখা গেল এবারের একটি পর্বের প্রতিযোগীর জীবনের গল্প। এই প্রতিযোগী ইউপি অর্থাৎ উত্তর প্রদেশের বাসিন্দা। তিনি গ্র্যাজুয়েশন করেও কৃষক হয়েছেন। আর এই সুধীরের কথা শুনেই এদিন কেবিসির মঞ্চে ইমোশনাল হয়ে পড়েন বিগ বি।
কী দেখা গেল প্রোমোতে?
উত্তর প্রদেশের কৃষক সুধীর কুমার কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ তে এসে নিজের জীবনের লড়াইয়ের গল্প শোনাবেন। সেটারই ঝলক এদিন কেবিসির প্রোমোতে দেখানো হয়। তিনি এদিন তাঁর বাবা এবং নিজের কথা শোনান। তিনি বলেন, 'আমার বাবা বিএ করেছে। আমায় শিক্ষিত করেছে♍। আমি সফল হইনি। তাই এখন ওঁর সঙ্গেই চাষ করি। ওঁকে সাহায্য করি। অনেকেই আমাদের নিয়ে হাসাহাসি করেছেন। অনেক খোঁটা শুনেছি। আওয়াজ শুনেছি। কিন্তু জবাব দিইনি। আমার আমার শিক্ষার উপর ভরসা ছিল যে আমি যে মঞ্চে যাচ্ছি সেই মঞ্চটাই এটার জবাব দেবে।' তাঁর এই গল্প শুনে ইমোশনাল হয়ে পড়েন অমিতাভ বচ্চন।
তারপরই বিগ বিকে তাঁকে প্রশ্ন করতে দেখা যায়। তিনি বলে ওঠেন যে 'এবার সুধীর সঠিক উত্তর দিয়ে নিজের ভাগ্য বদলাতে পারে কিনা সেটাই দেখার।' প্রোমোতে ৫০ লাখ টা🅠কার জন্য অমিতাভ বচ্চনকে ১৪ তম প্রশ্ন করতে দেখ🍌া যায়।
এবারের কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ প্রসঙ্গে
সদ্যই প্রকাশ্যে এসে⛎ছে কৌন বনেগা ক্রোড়পতি ১৬ এর প্রোমো। সেখান থেকে জানা গিয়েছে এই শোটি আগামী ১২ অগস্ট থেকে শুরু হতে চলেছে। আর এখানে আবারও অমিতাভ বচ্চনই থাকবেন সঞ্চালক বা কুইজ মাস্টার হিসেবে। এবারের যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখান থেকে বোঝা গিয়েছে যে কৌন বনেগা ক্রোড়পতি ১৬ আরও অনেক বেশি থ্রিলিং এবং লাইফ চেঞ্জিং হতে চলেছে প্রতিযোগীদের জন্য। এবারের সিজনের ট্যাগলাইন হল ' জিন্দেগি হ্যায়, হার মোড় পর সওয়াল পুছেগি। জবাব তো দেনা হোগা।' অর্থাৎ এবারের এই শোয়ের মূলꦐ বিষয়েই থাকবে যে জীবন যেমন প্রশ্নে ভরপুর তেমনই এই শো। আর মধ্যে থেকেই সঠিক উত্তর বেছে নিতে হবে।