এ যেন🥀 এক উত্তাল সময়। কখনও টলিউড, কখনও 💜মালায়লাম ইন্ডাস্ট্রিতে অভিনেতা,পরিচালক, বা টেকনিশিয়ানদের নামে বিভিন্ন। অভিযোগ উঠছে। এদিন Me Too মুভমেন্টের জেরে গ্রেফতার হলেন মালায়লি অভিনেতা এম মুকেশ। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: সোমবার সকলেই রটে ভুয়ো 🧸মৃত্যুর খবর, এখন🐷 কেমন আছেন মনোজ মিত্র? কী জানালেন অভিনেতার জামাই?
আরও পড়ুন: 'নিজেকে ভাঙছে, কꦉী এক্সপ্রেশন!' অনুপমের গান শুনতে গিয়ে দেবের অভিনয়ে 'পাগলু' হলেন মননশীল বাঙালি
কী জানা গিয়েছে?
সিপিএম এমএলএ এম মুকেশকে কেরল পুলিশ গ্রেফতার করেছে। মলিউডে মি টুর ঝড় উঠে🐬ছে। আর এমন সময়ই এক প্রাক্তন অভিনেত্রী এই অভিনেতা তথা রাজনীতিকদের নামে ধর্ষণের অভিযোগ করেন। আর তারই ভিত্তিতে এদিন গ্রেফতার করা হয় মুকেশকে। য💦দিও এরই মধ্যে জামিন পেয়ে গিয়েছেন অভিযুক্ত।
আরও পড়ুন: 'ক্রোকোডাই🌄লও ভালো কিন্তু...' কুমিরের মাংস খান সৃজিত! তবে সবচেয়ে পছন্দের রেডমিট কোন🌼টা পরিচালকের?
মুকেশের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছিল যার মধ্যে ধর্ষণ এবং সেই ম💎হিলার সঙ্গে জোর জবরদস্তি করার মতো অভিয💮োগ ছিল।
যদিও মুকেশ জানিয়েছেন এই দাবি সর্বৈব মিথ্যে। তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। সেই মহিলা তাঁকে ব্𒐪ল্যাকমেল করতে চাইলে তিনি সেটায় পাত্তা না দেওয়াতেই এমন ঘটেছে বলে জানিয়েছেন তিন𒅌ি।
প্রসঙ্গত মালায়লি ইন্ডাস্ট্রিতে যে Me Too ঝড় বইছে তাতে একাধ𝕴িক মহিলারা মুখ খুলেছেন। একাধিক নামী ব্যক্তির বিরুদ্ধে যৌন ন♉িগ্রহের অভিযোগ তুলেছেন তাঁরা হেমা কমিটির তরফে একাধিক অভিনেতা, পরিচালকদের নাম করা হয় যাঁদের বিরুদ্ধে যৌন হেনস্থা করার অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: ‘অনেক প্রফেশনাল সিঙ্গার পারবে না; সো🎃নুকে পাঠাব এটা’, সা রে গা মা পা -এ শ্রীজিতার গানে মজলেন রাঘব - জাভেদরা
আরও পড়ুন: 'KK -কে চিনতেন না, কিন্তু কুণালকাকুকে চেনেন', রূপঙ্করকে কটাক্ষ BJP -র মুﷺখপাত্র তরুণজ্যোতির
কেরল সরকারের তরফে ৭ সদস্যের একটা বিশেষ ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছে। তাঁরা মঙ্গলবার মুকেশকে🐲 জিজ্ঞাসাবাদ করেন। তারপর তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। কেবল মুকেশ নন, আরও এক সিনেমা ব্যক্তিত্ব সিদিক্কিকেও কেরল পুলিশ গ্রেফতার করতে পারে বলেও জানা গিয়েছে। তাঁর নামেও এক অভিনেত্রী য🅰ৌন হেনস্থার অভিযোগ করেছেন।