গিয়েছিলেন খবরের সন্ধানে। কিন্তু সেটাই যে জীবনের কাল হয়ে দাঁড়াবে সেটা কে জানত! খবর করতে গিয়ে নিজেই খবরের শিরোনামে উঠে এলেন। বন্য হাতির কবলে পড়ে প্রাণ হারালেন মাত্র বছর ৩৪ এর এই সাংবাদিক♓। কোথায় ঘটেছে ঘটনাটি? কেরলে।
কী ঘটেছে?
একটি জনপ্রিয় মালয়লি খবরের চ্যানেলের ভিডিয়ো জার্নালিস্ট খবর করতে গিয়ে বুধবার, ৮ মে বন্য হাতির পালের মুখে পড়েন। সেখানেই তাঁকে এক বন্য হাতি পিষে হত্যা করেছে বলে সেই চ্যানেলের তরফে জানানো হয়েছে। গোটা ঘটনাটি ঘটেছে কেরলের পালাকর জেলায়। মৃতের নাম এভি মুকেশ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৪ বছর। তিনি মাথরুভূমি নিউজের পালাকর ব্যুরোর ক্যামেরাম্যান হি🐎সেবে কাজ করছিলেন।
আরও পড়ুন: রবির🐎 দিনেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট, কঠিন ওপরিস্থিতিতে ইমনের মনে উঁকি দিল কোন রবীন্দ্র সঙ্গীত?
সেই চ্যানেলের তরফে জানানো হয়েছে 🤡উল্লিখিত জেলার কোট্টেকর এলাকায় একটি নদী পারাপার করছিল একদল বন্য হাতি। সেটাই ফ্রেমবন্দি করছিলেন মুকেশ। তখনই তাঁর উপর হামলা চালায় এক দাঁতাল। গোটা ঘটনায় তিনি গুরুতর আহত হন। এই ঘটনার পরই তাঁকে তড়িঘড়ি পালাকর জেলা হাসপাতালে নিয়ে য🌱াওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। সেখানেই মৃত্যু হয় মুকেশের।
মুকেশ মালাপ্পুরম জেলার বাসিন্দা ছিলেন। সেখানে তিনি তাঁর স্ত্রী তিশার সঙ্গে থাকতেন। এর আগে তিনি এই চ্যানেলের দিল্লি ব্যুরোতে কাজ করতেন। বছর ৩৪ এর এই 🎀সাংবাদিকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কেরল রাজ্যের বনমন্ত্রী একে সাসিনদ্রান।