প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয়বার হেমা মালিনিকে বিয়ে করেন ধর্মেন্দ্র। এই জন্য তাঁকে গ্রহণ করতে হয় ইসলাম ধর্ম। ড্রিম গার্ল-কে বিয়ের পরও নিজের প্রথম সংসার ছাড়েননি বর্ষীয়ান অভিনেতা। থাকেনও প্রথম স্ত্রী প🍃্রকাশ কৌর ও প্রথম পক্ষের চার সন্তান সানি-ববি-অজিতা-বিজিতা দেওলের সঙ্গে।
ধর্মেন্দ্র-র বিয়ে:
তবে স্বামীকে নিয়ে কোনও অভিযোগ নেই হেমার। কদিন আগে ছিল তাঁদের ৪৪তম বিবাহবার্ষিকী। আর সেই বিশেষ দিনে ফের বিয়ে করলেন দুজনে। তাঁদের বরমালা পরা ছবি ভাইরাল হয় নেটদুনিয়ায় কদিন আগেই। বিয়ের জন্মদিনে একে-অপরকে নিয়ে ফের করলেন অঙ্গীকার। তবে, এবারও ব♈াবার বিয়ের দিন হাজির থাকল না সানি ও ববি দেওল। অন্দরের খবর, ধর্মেন্দ্র খুব করে চেয়েছিলেন তাঁর দুই ছেলে থাকুক। তবে থাকেননি তাঁরা।
আরও পড়ুন: এবার টলিউড দেখবে জোড়া বিয়ে! এক সিরিয়ালের চার অভিনেতা এক💖সঙ্গে যাচ্ছে ছাদনাতলায়
কেন এলেন না সানি আর ববি?
বলিউড লাইফের প্রতিবেদন অনুসারে, এক সূত্র, যে কিনা দেওল পরিবারের ঘনিষ্ঠ, জানান, ‘দেওল পরিবারে এখন অনেক বদল এসেছে। আজ সানি আর ববির সঙ্গে, হেমা মালিনি ও দুই বোন এশা ও অহনার ভালো সম্পর্ক। গদর ২-এর সাফল্য পার্টিতে তাঁরা একসঙ্গে ফোটোও তুলেছিল। গত সন্ধ্যায়, ধর্মেন্দ্র আর হেমা তাঁদের ৪৪ বছর বার্ষিকী উদযাপন করেন ঠিকই, কিন্তু সানি এবং ববি তাদের নিজ নিজ ছবির শুটিংয়ের কারণে এসে পৌঁছতে পারেননি। ববি এখন ইতালিতে। আর সানি প্রীতি জিন্টার সঙ্গে ১৯৪৭ ছবির একটি গুরুত্বপূর্ণ🍷 দৃশ্যের শুটিং করছিলেন।’
আরও পড়ুন: ‘পিঠটꦯা আছে তো…’! আঁচল বিতর্কে ফের চাঁচাছোলা মমতা, ‘আমি যদি কিছু না পরে…🧜’
‘সানি এবং ববি, সৎ মা হেমা এবং তাদের বোনদের সঙ্গে আজকাল দেখা করেন, কিন্তু তারা তাদের উপর নিয়মিত মিডিয়ার নজর একেবারে পছন্দ করেন না। কারণ তারা প্রত্যেকেই ব্যক্তিগত জীবনকে আড꧙়াল রাখতে পছন্দ করꦫেন লাইমলাইট থেকে।’, জানায় সেই সূত্র।
আরও পড়ুন: '১০-ই জুন' বদলে যাচ্ছে সꦦৌমিতৃষার কপাল! আদৃত-কৌশাম্বির বিয়ের মাঝে নতুন ছবির ঘোষণা