আরজি কর কাণ্ড নি🌟য়ে তোলপাড় গোটা রাজ্য। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসেছেন জুনিয়র ডাক্তাররা। এমন অবস෴্থায় রাজ্য সরকারকে একহাত নিলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। বিদ্রুপ করে লিখলেন কী?
আরও পড়ুন: 'গান কবিতা দুটোরই পিণ্ডি চটকে গেল', সারেগামাপায় গৌতমের বেণীমাধব গান শুনে বিদ্রুপের ঝড🧔় 🏅নেটপাড়ায়
রাজ্য সরকারকে কটাক্ষ করে কী লিখলেন কনীনিকা?
গত সোমবার ৯ সেপ্টেম্বর ছিল সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডের শুনানি। সেখানেই শীর্ষ আদালত জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি মিটিয়ে কাজে ফেরার নির্দেশ দেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এক মাস হয়ে গিয়েছে 🤪এবার উৎসবে ফিরতে।' এই দুই ঘটনার পরই ক্ষেপে ওঠেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। তাঁদের মতে কপিল সিব্বল শীর্ষ আদালতে অসত্য তথ্য জানাচ্ছেন। তাই তাঁরা মঙ্গলবার স্বাস্থ্🌞য ভবন অভিযান করেন। বর্তমানে সেখানেই তাঁরা তাঁদের অবস্থান জারি রেখেছেন।
আরও পড়ুন: রানি - র♛াজার পর ‘টেক্কা’র জোকারের সঙ্গে আলাপ করালে🍌ন দেব! ঝাড়ু হাতে প্রকাশ্যে ধরা দিলেন ‘ইকলাখ’
এমন জটিল পরিস্থিতিতে কনীনিকা দুটো পোস্ট শেয়া🦩র করেন এদিন। এটি দুটো পোস্টেই বর্তমান রাজ্য সরকারকে তুলোধোনা করা হয়েছে। সেখানে একটি পোস্টে লেখা হয়েছে, 'লন্ডন বানাতে গিয়ে ব্রিটিশ ইন্ডিয়♔া হয়ে গেল। স্বাধীনতা আন্দোলনের জন্য সংগ্রাম করতে হচ্ছে।'
আরেকটি পোস্টে সোজাসুজি মুখ্যমন্ত্রীর কথাকে বিদ্রুপ করা গিয়েছে। তি🍨নি যে উৎসবে ফেরার আহ্বান জানিয়েছেন সেটাকে কটাক্ষ করে লেখা হয়েছে, 'সপ্তমীতে𒁃 শ্যামবাজার, অষ্টমীতে লালবাজার, নবমীতে নবান্ন, দশমীতে কালীঘাট।'
আরও পড়ুন:
আরও পড়ুন: 'কোনও শিল্পী চুক্তি করে প্রতিবাদে আসছে না', মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার আর্জি, RG Kar -এর প্রতিবাদ নিয়ে কী বলছে টলিউড?
কে কী লিখেছেন?
অনেকেই এই পোস্টে কনীনিকাকে সমর্থন করেছেন। এক ব্যক্তি অভিনেত্রীর পোস্টে লেখেন, 'লন্ডন -এর কিছুটা বানাতে পেরেছে। খালি লণ্ডন থেকে ন বাদ দিয়ে উনি যা সেটা যোগ করতে হবে। মানে ভণ্ড। তাহলে দুয়ে দুয়ে চার হলে হয়, লণ্🍨ডভণ্ড।'