বাংলার আরজি কর কাণ্ড এবং দক্ষিণ ভারতের হেমা কমিটির রিপোর্টের পর বিনোদন জগতেরও বিভিন্ন যৌন নিগ্রহের ঘটনাౠ সামনে এসেছে। এবার সেই বিষয় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী পরিচালক কঙ্কনা সেন শর্মা। তিনি কথা বললেন সিনেমার সেটে ঘটা যৌন নিগ্রহের ঘটনা নিয়ে। জানালেন অধিকাংশ সময় এসব কেস উপেক্ষা করা হয়। মহিলা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার হয়।
আরও পড়ুন: ৬৫০০-এর ব্র্যান্ডেড 🔴টিশার্ট পরে প্রতিবাদ দেবাশীষের! সত্যি প্রকাশ্যে আনলে𝔉ন সুদীপ্তা-মেঘনীলরা
কঙ্কনা সেন শর্মা কী জানিয়েছেন?
সুচরিতা ত্যাগীকে তাঁর ইউটিউব চ্যানেলের জন্য দেওয়া একটি সাক্ষাৎকারে অভিন🌜েত্রী কথা বলেন বলিউডের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন। জানান সেখানকার সমস্যার কথাও। কঙ্কনা জানান এমন ভুরি ভুরি উদাহরণ রয়েছে যেখানে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার এবং যৌন নিগ্রহের ঘটনাকে হামেশাই উপেক্ষা করে যাওয়া হয়। তাঁর কথায় এখানকার পরিবেশ মহিলাদের জন্য প্রবল ভাবে টক্সিক।
কঙ্কন🍎া জানান, 'এর আগেও বহু অভিনেতা, মহিলা কর্মীরা সিনেমার সেটে তাঁদের সঙ্গে ঘটা দুর্ব্যবহার নিয়ে কথা বলেছেন। কিনℱ্তু অধিকাংশ সময়ই এই অভিযোগগুলোকে পাত্তা দেওয়া হয় না।' কঙ্কনার কথায় এখানে লিঙ্গ, জাত, ইত্যাদি দেখে সবাই চলে। এতে খালি যে কাজ করতে অসুবিধা হয় সেটাই নয়, বেসিক কিছু জিনিসও পাওয়া যায় না বলেও তিনি জানান।
কঙ্কনা আরও দাবি করেন সিনেমার সেটে মহিলাদের আসবাব পত্রের মতো ব্যবহার করা হয়। বর্ষীয়ান অভিনেত্রীরা সম্মান পান ঠিকই। কিন্তু বাকিদের সঙ্গে খারাপ আচরণ করা হয়। কঙ্কনার কথায়, 'ওদের ধাক্কা মারা হয় রীতিমত। আর এটা, এই ছোট ঘটনাটা হামেশাই ঘটতে দেখবেন। এমন পরিবেশে কাজ করতে সত্যিই সমস্যা হয়। আমার যেখানে দেখতেই অস্বস্তি হয় সেখানে যা𒐪ঁরা বিষয়টা ফেস করেন তাঁদের কী অবস্থা হয় ভাবুন। কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় তাঁদের।'
প্রসঙ্গত কঙ্কনা সেন শর্মাকে শেಞষবার কিলার স্যুপ ছবিতে দেখা গিয়েছে। আগামীতে ফাঁকে অনুরাগ বসুর মেট্রো ইন দিনো ছবিতꦜে দেখা যাবে।