প্রায় ৭ বছর ধরে একে অপরের মুখ দর্শন করেননি গোবিন্দা ও🍷 ক্রুষ্ণা অভিষেক🐈। বারবার মামার থেকে ক্ষমা চাইলেও ক্ষমা পাননি ক্রুষ্ণা। অবশেষে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো আরও একবার মিলিয়ে দিল মামা ভাগ্নেকে। এত বছর পর মামাকে কাছে পেয়ে কী বললেন ক্রুষ্ণা?
গোবিন্দাকে পাশে নিয়ে ক্রুষ্ণা বলেন, ‘এত বছর পর আবার মামাকে পাশে পেয়ে ভীষণ ভালো লাগছে। আজকের এই মুহূর্তটা আমার সেরা মুহূর্তের মধ্যে অন্যতম। আমার ৭ বছরের বনবাস শেষ হল অবশেဣষে। আমরা আবার একসঙ্গে অনেক মজা করব।’
আরও পড়ুন: ‘দুর্নিবার আমাদের সামনে মুখ𒁏োশ পরে থাকে…’, ১ম বউ মীনাক্ষীর൲ সামনে একথা কেন বলেছিলেন রচনা?
আরও পড়ুন: ‘আমরা আদৌ বিবাহিত ন❀ই…বিয়ে সেকেলে ধারণা’, শাবানাকে বিয়ের ৪০ বছর পর বেফাঁস জাভেদ
পুরনো দিনের স্মৃতি টেনে এনে ক্রুষ্ণা বলেন, ‘এই কথাটা অনেকেই জানে না, আমার জন্মের জন্য মামা মামি বৈষ্ণো দেবীর মন্দিরে মানত করেছিলেন। আমার মামা ও মামির ভালোবাসায় আমার বাবা-মায়ের কোলে আমি এসেছিলাম তাঁদের বিয়ের ১০ বছর পর। ওনাদের অবদান কোনওদিন ভোল♓া যাবে না।’
প্রসঙ্গত, গত মাসে ক্রুষ্ণার বোন আরতি সিংহের বিয়েতে যখন গোবিন্দা উপস্থিত হয়েছিলেন, তখন থেকেই দুই পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি অনেকটাই মিটে যায়। এরপর যখন গোবিন্দা নিজের বাড়িতে নিজের হাতে গুলিবিদ্ধ হন, তখন গোটা পরিবার আবার এক হয়ে যায়। গোবিন্দা গুলিবিদ্ধ হওয়ার সময় ক্রুষ্ণা সিডনিতে ছিলেন, তবে দুই সন্তানক𓆏ে নিয়ে কাশ্মীরা ছিলেন মুম্বইতেই।
কাশ্মীরাই প্রথম গোবিন্দাকে নিয়ে হাসপাতালে যান এবং আইসিওতে 🧸ভর্তি করান। ক্রুষ্ণা বলেন, ‘আমি জানতাম রক্ত❀ের সম্পর্কই শেষ পর্যন্ত টিকে যায়। তবে আমি কখনওই চাইনি মামা এইভাবে গুলিবিদ্ধ হন। তবে আমি খুব খুশি মামা এখন ভালো আছেন, নাচও করছেন। সব থেকে বড় কথা, আমরা সবাই আবার এক হয়ে গিয়েছি।’