কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতি মুহূর্তে তার উপস্থিতি অনুভব করাচ্ছে। এখন তো AI তারকাদেরও নকল করতে পারছে। কৃত্রিম বুদ্ধিমত্তার এই চূড়ান্ত বাড়বাড়ন্তে শিল্পীদেরও পড়তে হচ্ছে নানা সমস্যার মুখে। তাই এর আগে ব্যক্তিত্বের অধিকার রক্ষায় আইনি পদক্ষেপ করেছিলেন অমিতাভ বচ্চন, অনিল কাপুর ও জ্যাকি শ্রফ। আর এবারে তাঁদের দেখানো পথই অনুসরণ করলেন জনপ্রিয় গায়ক কুমার শানু। তিনি সম্প্রতি এই কথা প্রকাশ করেছেন।
কুমার শানুর গান যে খুবই জনপ্রিয় তা তো বলাই বাহুল্য, বিশেষ করে গায়কের কণ্ঠস্বর। তাই নান🌄া ক্ষেত্রে অনেকেই তাঁকে নকল করেন গান করেন। আর বড় মাপের শিল্প🐟ীদের অনুকরণ করে গান গাওয়ার চল বহুদিন থেকেই। কিন্তু বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কুমার শানুর গানের নানা সংস্করণ ছড়িয়ে পড়েছে স্যোশাল মিডিয়ায়।
এ প্রসঙ্গে গায়ক বলেন, 'আমি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম। সেখানে আমার অনেকগুলি কনসার্ট ছিল। কিছুদিন হল আমেরিকা থেকে ফিরেছি। 𒀰আর এবার আমার পরবর্তী পদক্ষেপ হল, আদালতের দ্বারস্থ হওয়া। প্রযুক্তির দুনিয়ায় এখন রাজ করছে AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা। যে কোনও গায়কের গলা এটির মাধ্যমে হুবহু নকল করা যাচ্ছে। কিন্তু আমার মনে হয় না এটা করাটা সঠিক হচ্ছে বলে। কারণ এই ধরনের পদ্ধতির মাধ্যমে শিল্পীদের নিজেদের অস্তিত্ব রক্ষা করা সংকটজনক হয়ে উঠবে। এআই অতন্ত্য বিপজ্জনক।'
আরও পড়ুন: মহারাষ্ট্র সদনে মুখ্যমন্ত্রীর বিলাসবহুল সꦅ্যুট পছন্দ কঙ্গনার! সাধারণ ছোট ঘর দেখে কোঁচকালেন নাক
এই কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় পুরনো সমস্ত জনপ্রিয় শিল্পীদের কণ্ঠস্বর নতুন গানে ব্যবহার করা হচ্ছে। এর ফলে নতুন গানগুলির নানা সংস্করণ তৈরি হচ্ছে। আবার অন্যদিকে, নির্মাতারা এখনও পুরনো জনপ্রিয় গানের রিমেক তৈরি করছেন। এই প্রসঙ্গে কুমার শানু বলেন, 'আমি জানি না কেন প্রযোজক এবং পরিচালকরা বুঝতে পারছেন না... তারা সুরকে উপেক্ষা করে, অশ্লীল ভাষা ব্যবহার করে গান বানাচ্ছেন। তার✱পর সেই সব গান শ্রোতারদের উপর জোর করে চাপিয়ে দিচ্ছেন। এটা ঠিক হচ্ছে না। গানের সুরের একটা মান ছিল, কিন্তু এখন সেটাকে নষ্ট করতেই সবাই ব্যস্ত। আর পুরানো গানের রিমেক যদি বলেন, তাহলে যে সব পুরনো শিল্পীরা এখনও কাজ করছেন, তাঁদের গান তাঁদের দিয়ে কেন গাওয়ানো হচ্ছে না? আমিও তো ঠিক আছি, কাজ করছি, তাহলে আমার গানের রিমেক বানানোর সময় কেন তা আমাকে গাইতে বলা হচ্ছে না। যিনি আসল গানটি গেয়েছেন তিনি যদি আবার গাইতে সক্ষম হন, তাহলে তার থেকে ভালো তো কিছু হতে পারে না। কিন্তু এটা কেন যে তাঁরা বুঝতে চেষ্টা করছেন না, সেটা জানি না।'