১ মার্চ মুক্তি পেয়েছে লাপাতা লেডিজ। আর এই ছবির হাত ধরেই আরও একবার পরিচালকের আসনে কামব্যাক করলেন কিরণ রাও। এতদিন জমিয়ে চলেছে ছবির প্রচার। তাঁর প্রাক্তন স্বামী, আমির খানকেও দেখা গিয়েছে ছবির প্রচারে। কিন্তু সেসব তোড়জোড়, প্রচারই সার। বক্স অফিসে তার কোনও প্রভাব দেখা গেল না। প্রথমদিন একপ্রকার বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে এই 🅠ছবি।
লাপাতা লেডিজ ছবির বক্স অফিস কালেকশন
প্রথমদিন বক্স অফিসে লাপাতা লেডিজ ছবিটি মাত্র ৬৫ লাখ টাকা আয় করেছে। এমনটাই জানানো হয়েছে সচনিল্কের একটি রিপোর্টে। শুক্রবার, ১ মার্চ সার্বিক ভাবে ৮.১২ শতাংশ অকুপেন্সি ছিল হ🃏িন্দিতে। বক্স অফিসে কিরণ রাওয়ের লাপাতা লেডিজ ছবিটির সঙ্গে মুখোমুখি হয়েছে ডিউন: পার্ট ২।
আরও পড়ুন: 'এটা মোহনলালের, অজয়ের নয়', দৃশ্য🍌মের রিমেক ꩵঘোষণা হলিউডের, তারপরই উসকে গেল বিতর্ক, কেন?
আরও পড়ুন: 'ছাল ছাড়ানোꦐ মুরগি', সুস্মিতাকে দেখেই ‘বাংলার উরফি’র তকমা!ꦏ কী এমন করলেন জিতের নায়িকা?
লাপাতা লেডিজ ছবিটি প্রসঙ্গে
লাপাতা লেডিজ ছবিটি বানানো হয়েছে বিপ্লব গোস্বামীর একটি গল্প অবলম্বনে। এই ছবির জন্য স্ক্রিপ্ট লিখেছেন স্নেহা দেশাই। এটি একটি সোশ্যাল স্যাটায়ার। ছবিটির পরিচাꦍলনা করেছেন আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও। প্রযোজনার দায়িত্ব সামলেছেন আমির খানের প্রোডাকশন হাউজ এবং কিন্ডলিং প্রোডাকশন। মোটের উপর দর্শকদের থেকে মোটামুটি সাড়া পেয়েছে এই ছবি। মিশ্র প্🐼রতিক্রিয়া পাচ্ছে দর্শক এবং সমালোচকদের থেকে।
আরও পড়ুন: 'খুব ভয়ে আছি...' চুটিয়ে প্রেমꦦ করে ছাদনাতলায়, তবুও কাঞ্চনকে বিয়ের আগে আতঙ্কিত শ্রীময়ী! কেন𝕴?
লাপাতা লেডিজ ছবিটির প্রেক্ষাপট হল গ্রামীণ ভারত। দুই নববধূর গল্প দেখা যাবে এখানে যাঁরা ট্রেনে আলাদা হয়ജে যায় বাকিদের থেকে। এই ছবিতে প্রতিভা রান্টা, স্পর্শ শ্রীবাস্তব, রবি কিষ🎐াণ, ছায়া কদম, প্রমুখ আছেন।