তিনি শেখর সুমন, পেশায় অভিনেতা, কমেডিয়ান। তাঁকে এভাবেই চেনে গোটা দেশ। তবে এবার ন♋িজের কেরিয়ারে বড় পদক্ষেপ করলেন শেখর। BJP-তে যোগ দিলেন তিনি। মঙ্গলবার BJP নেতা বিনোদ তাওড়ের উপস্থিতিতে শেখর ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন।
শেখর সুমন এর আগে কংগ্রেস দলের সদস্য ছিলেন। কংগ্রেসের টিকিটে বিহারের পাটনা সাহিব থেকে ১০০৯ সালে লোকসভা নির্বাচনে লড়েওছিলেন। তবে সেবার বিজেপির শত্রুঘ্ন সিনহার কাছে হেরে যান। নির্বাচনে ভোট পাওয়ার নিরিখে তিনি তৃতীয় স্থান অধিকার করেন। আজ ৭ মে তিনিও এবার বিজেপিতে যোগদান দিলেন। প্রসঙ্গত ২০০৯-এর শেখরের বিরোধী প্রার্থী শত্রুঘ্ন সিনহা অবশ্য এখন আর বিজেপিতে নেই। তিনি এবার আসানসোলে ত😼ৃণমূল কংগ্রেস প্রার্থী।
এদ🏅িকে🐻 এদিন BJP-তে যোগ দিয়ে শেখর বলেন, ‘গতকাল পর্যন্তও আমি জানতাম না যে আমি আজ এখানে বসে থাকব। কারণ জীবনের অনেক কিছুই অজ্ঞাতসারে বা অজান্তে ঘটে যায়। আমি এখানে খুব ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে এসেছি। এজন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাই যে তিনিই আমাকে এখানে আসার নির্দেশ দিয়েছেন।’
এদিকে এদিন শেখর সুমনের সঙ্গে ছিলেন রাধিকা খেরা, যিনি কিনা অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (এআইসিসি) মুখপাত্র ছিলেন। তিনিও নয়াদিল্লিতে দলের সদর দফতরে BJPতে যোগ দেন। বিজেপিতে যোগ দেওয়ার পরে, খেরা বলেন, ‘রামভক্ত হওয়ার জন্য, রাম লল্লার দর্শন করার জন্য কৌশল্যা মাতার জমিতে আমার সঙ্গে সেদিন দুর্ব্যবহার করা হয়েছিল। তবে সেটা না হল🐠ে হয়ত আমি এখানে পৌঁছতে পারতাম না নরেন্দ্র মোদীর। বিজেপি সরকারই এখন রক্ষা করতে পারে। আজ আর কংগ্রেস সেই মহাত্মা গান্ধীর কংগ্রেস নেই, রামবিরোধী, হিন্দুবিরোধী কংগ্রেস।’
প্রসঙ্গত, শেখর সুমন ৯০-এর দশকের শেষ থেকে ২০০০ সাল পর্যন্ত নিজের কর্মজীবনের শীর্ষে ছিলেন। সেসময় তিনি ছিলেন ভারতের সবচেয়ে বেশি আয় করা টিভি অভিনেতাদের একজন। তবে এই মুহূর্তে বনশালির হীরামান্ডিতে ওরাল সেক্স করে আলোচনায় ൲রয়েছেন শেখর সুমন।