𒆙 বেজে গিয়েছে ২০২৪-এর লোকসভা নির্বাচনের দামামা। নিজেদের প্রার্🎶থী তালিকা প্রকাশ করছে রাজনৈতিক দলগুলি। রবিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভা থেকে লোকসভা নির্বাচনে ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুগলি কেন্দ্র থেকে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় লড়াই করবেন বলে জানান তিনি। এর পরই তারকাখচিত লড়াইয়ের ময়দান হয়ে ওঠে হুগলি।
ভোটের ময়দানে রচনা বন্দ্যোপাধ্যায়
হুগলি লোকসভা কেন্দ্র থেকে এবার তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। অভিনয়ের মঞ্চ থেকে এবার রাজনৈতিক ময়দানে ‘দিদি নম্বর ১’। সক্রিয় রাজনীতিতে কোনওদিন দেখা যায়নি তাঁকে। কীভাবে ভোটের লড়াইয়ের ময়দানে এলেন? সংবাদমাধ্যমকে হুগলির তৃণমূল প্রার্থী রচনা অবশ্য জানিয়েছেন, ‘কিছু কিছু জিনিস একটু গোপন থাকাই ভালো। এসেছি এটাই নতুন থাকুক না! দিদির সঙ্গে কথাবার্তা চলছিল। তিনি বলছিলেন, আমি একটু দ্বিধাগ্রস্ত ছিলাম। কাজ করে, ঠিকঠাক সময় দিতে হয়। আমি যখন যা করেছি একশো শতাংশ দিয়ে করেছি। সবসময় এটা মনে থাকে যে, যেটা করব, যেটাতে মন দেব, একশো শতাংশ দেব। দিদি যখন বলেছিলেন তোমাকে আমার পাশে থাকতে হবে। তারপর আর কোনও কথা নেই।’ আরও পড়ুন: দূর থেকে সেলফি তোলার চেষ্টা ভক্তের, রাগের চোটে তেড়েফুড়꧟ে উঠলেন সলমন! কী ঘটেছে