এটা আমাদের গল্প মুক্তি পেতেই হইচই পড়ে গিয়েছিল। বক্স অফিসে তুমুল সাফল্য পায় মানসী সিনহার পরিচালিত প্রথম ছবি। মুখ্য ভূমিকায় ছিলেন অপরাজিতা আঢ্য এবং শাশ্বত চট্টোপাধ্যায়। সেই ছবির সাফল্যের পর এবার তিনি নিয়ে আসছেন তাঁর দ্বিতীয় ছবি, ৫ নম্বর স্বপ্নময় লেন। এটাও একটি স📖ম্পর্কের গল্প।
কী জানা গেল ৫ নম্বর স্বপ্নময় লেন সম্পর্কে?
৫ নম্বর স্বপ্নময় লেন ছবিটিতে 🐟উঠে আসবে ২ তুতো ভাই বোনের কথা যাঁরা তাঁদের পুরোনো পৈতৃক ভিটে ফিরে পেতে এসে নানা সমস্যা, জটিলতায় পরে। সেখান থেকে চিকিৎসক, উকিল এবং নিজেদের সঙ্গীদের চেষ্টায় তাঁরা সেখান থেকে বেরোতে সক্ষম হয়। আর এসবে🐻র মাঝেই নস্টালজিয়া, অতীতের সঙ্গে বর্তমানে যোগ, এবং সম্পর্কের নানা টানাপোড়েন, রসায়ন ধরা পড়বে এই ছবিতে।
মুখ্য ভ🎀ূমিকায় এই ছবিতে থাকবেন অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, চন্দন সেন, অর্জুন চক্রবর্তী, অন্বেষা হাজরা, পায়েল মুখোপাধ্যায়, সায়ন সূর্য, প্🌳রমুখ। ছবিটির প্রযোজনা করেছে শুভঙ্কর মিত্রর ধাগা প্রোডাকশন হাউজ। পরিচালনা করেছেন মানসী সিনহা। আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।
কে কী বলেছেন ৫ নম্বর স্বপ্নময় লেন সম্পর্কে?
মানসী সিনহা তাঁর এই দ্বিতীয় ছবি প্রসঙ্গে জানিয়েছেন, 'যℱে কোনও ছবির ক্ষেত্রেই আসল নায়ক বা নায়িকা হল তার গল্প। আর সেটা আমি নিজে স্বাক্ষী থেকেছি আমার কিছুদিন আগে মুক্তি পাওয়া ছবি এটা আমাদের গল্পর ক্ষেত্রেই। আমি এবং আমার টিম জানি এর আগে ছবিটিকে দর্শকরা যত ভালোবাসা দিয়েছেন ৫ নম্বর স্বপ্নময় লেনকেও ঠিক ততটাই ভালোবাসা দেবেন।' প্রায় একই সুর শোনা গিয়েছে অপরাজিতার গলাতেও।