🌠 অপেক্ষার অবসান। প্রকাশ্যে এল জাহ্নবী কাপুর অভিনীত ছবি ‘মিলি’র ট্রেলার। ২ মিনিট ২১ সেকেন্ডের ট্রেলারের শুরুতেই গা ছমছমে এক অনুভূতি। অভিনেত্রী বলে ওঠেন, আমার নাম মিলি নাদিয়াল এবং আমি বাবার সঙ্গে থাকি।
বিএস সি নার্সিং গ্র্যাজুয়েট মিলি। তাঁর চোখে স্বপ্ন বিদেশে গিয়ে চাকরি করবে। কিন্তু পরের দৃশ্যেই দেখা যাচ্ছে, মিলি একটি রেস্তোরাঁর কাউন্টারে অর্ডার নিচ্ছে। প্লট পরিবর্তন হতেই মিলিকে একটি ফ্রিজের ঘরে আটকা থাকতে দেখা যায়। সাহায্যের জন্য আর্তনাদ করতে থাকে জাহ্নবী। প্রাণপণে সেখান থেকে বেরনোর চেষ্টা চালাচ্ছে। ঘরের তাপমাত্রা আরও নিচে নেমে যায় এবং মিলির অবস্থা আরও খারাপ হতে শুরু করে। আরও পড়ুন: পরকীয়া, দাম্পত্যের টানাপোড়েন, খুন! ইনস্পেক্টর নলিনীকান্তের পথে কাঁটার পর কাঁটা
🐼পরিবারের সকলে মিলির চিন্তায় পুলিশের দ্বারস্থ হয়। এদিকে ঠান্ডা থেকে আত্মরক্ষা করতে নিজেকে টেপ দিয়ে মুড়ে ফেলেন নায়িকা। অবশেষে দেখা যায় সে ক্লান্ত হয়ে পড়েছে। দীর্ঘ সময় ধরে একটি ফ্রিজারে বন্দি মিলি। প্রবল ঠান্ডায় মুষড়ে পড়েছে। একজন নার্সিং গ্র্যাজুয়েট কেন রেস্টুরেন্টে কাজ করা শুরু করে? শেষ পর্যন্ত কী হবে মিলির সঙ্গে? দেখুন ছবির ট্রেলার-
আরও পড়ুন: ৪০-এর কোঠায় শ্রিয়া, অজয়ের ‘দৃশ্যম’ অভিনেত্রীর বিকিনি লুকে বোল্ড আউট নেটিজেন
♓ট্রেলারের পরতে পরতে রয়েছে রহস্য এবং রোমাঞ্চ। থ্রিলারের পরিচালনায় জাতীয় পুরস্কার বিজয়ী মাথুকুট্টি জেভিয়ার। মালয়ালম ছবি 'হেলেন'-এর রিমেক ‘মিলি’। জাহ্নবী ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মনোজ পাহওয়া এবং সানি কৌশলকে। ছবিটি প্রযোজনা করছেন জাহ্নবীর বাবা বনি কাপুর। প্রথমবারের মতো ছবিতে একসঙ্গে কাজ করছেন বাবা-মেয়ে। আগামী ৪ নভেম্বর মুক্তি পাবে এই ছবি।