𝓰সরস্বতী পুজো মানেই বসন্ত পঞ্চমী। আর বসন্ত মানেই তো প্রেম। তাছাড়াও অনেকের মতে এই দিনটা বাঙালিদের 'ভ্যালেন্টাইনস ডে'। কানাঘুষোয় খবর টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীও নাকি প্রেমে পড়েছেন? আর এইসব গুঞ্জনের মাঝেই নায়িকা তাঁর পোস্টে লিখলেন ‘কেবলই যাতনাময়’। তাহলে কি এবার সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী? সরস্বতী পুজোর দিনই দিলেন সুখবর?
💜নানা তাঁর ব্যক্তিগত জীবন বা প্রেম সম্পর্কে কিছুই বলেননি মিমি। নায়িকা সরস্বতী পুজো উপলক্ষ্যে তাঁর নিজের কিছু ছবি শেয়ার করে রবি ঠাকুরের 'সখী ভাবনা কাহারে বলে…' গানের কিছু লাইন ক্যাপশন হিসেবে ব্যবহার করে লিখেছেন, ‘সখী, ভাবনা কাহারে বলে… সখী, যাতনা কাহারে বলে… তোমরা যে বল দিবস-রজনী… ‘ভালোবাসা’ ‘ভালোবাসা’… সখী, ভালোবাসা কারে কয়… সে কি কেবলই যাতনাময়।' পাশাপাশি অভিনেত্রী ক্যাপশনে লেখেন এটাই তাঁর সরস্বতী পুজোর সাজ।
𝓰ছবিতে সাদা সুতো ও আকাশী, সাদা ও সোনালি রঙের প্রিন্ট করা নীল রঙের কুর্তি, সঙ্গে মানাসই কামিজে দেখা গিয়েছে তাঁকে। বেশ লম্বা ঝোলা দুল, ছোট নীল টিপ, হালকা মেকআপ আর খোলা চুলে বেশ মিষ্টি দেখাচ্ছিল মিমিকে। কোনও কোনও ছবিতে তাঁকে বই হাতেও দেখা গিয়েছে।
🎶তাঁর এইসব ছবি প্রকাশ্যে আসতেই অভিনেত্রীর অনুরাগীরা তাঁকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। একজন লেখেন, ‘খুব সুন্দর গানটি এবং খুব সুন্দর লাগছে তোমাকে।’ 'গানের ওপারে' মেগার হাত ধরেই বিনোদন জগতে আসেন মিমি। সেই ধারাবাহিকে তাঁর করা চরিত্রে ‘পুপে’র প্রসঙ্গ টেনেও অনেকে কমেন্ট করেছেন। একজন লেখেন, ‘কেন জানিনা, আপনার সাবেকি সাজের সঙ্গে রবীন্দ্রসংগীত বাজলেই মনে হয়, এই তো সেই ‘পুপে’…।' আর এক ভক্ত লেখেন, ‘আমি জানি মিমিদি তোমার অভিনয় জীবন শুরু 'গানের ওপারে' দিয়ে। তুমিও ‘গানের ওপারে’ মিস কর। সত্যি মিমিদি কিছু কিছু জিনিস থাকে যেটা সারা জীবন আমাদের মনের মধ্যে স্মৃতি হয়ে থেকে যায়। সত্যি বলতে আমিও মিস করি গানের ওপারে।' অভিনেত্রীর আর এক ভক্ত তাঁকে প্রশ্ন করেন, ‘কেন বিয়ে করছেন না?’
আরও পড়ুন: ꧂শাহরুখই বদলে দিয়েছিলেন ‘স্কাই ফোর্স’-এর বীরের জীবন! ১৩ বছর বয়সে কী ঘটেছিল অভিনেতার সঙ্গে?
♓মিমি কবে বিয়ে করবেন তা নিয়ে কিছু জানা না গেলেও, টলিপাড়ায় জল্পনা অবশেষে নাকি মন দেওয়া-নেওয়া সেরে ফেলেছেন তিনি। এতদিন পর খুঁজে পেয়েছেন তাঁর মিস্টার পারফেক্টকে। তবে তিনি নাকি বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন।
꧟প্রসঙ্গত, একটা সময় টলিউডের সবচেয়ে বড় ‘ওপেন সিক্রেট’ ছিল রাজ-মিমির প্রেম। তবে ২০১৬ সালে ভেঙে যায় তাঁদের সম্পর্ক। কী কারণে প্রেম ভেঙেছিল তা নিয়েও তখন কম চর্চা হয়নি। তারপর অবশ্য মিমি বরাবরই বলে এসেছিলেন তিনি সিঙ্গেল। তবে সম্প্রতি তাঁর কাছে বান্ধবী পার্নো মিত্র সোশ্যাল মিডিয়ায় মিমির প্রেমের জল্পনা উস্কে দিয়েছেন। সাগরপাড়ে ছুটি কাটাতে গিয়েছিলেন মিমি সেখানেই নাকি প্রেমে পড়েছিলেন অভিনেত্রী, অন্তত তেমনই সন্দেহ পার্নোর।