সোমবার, ১৫ জুলাই ছিল উল্টো রথ। আর এই বিশেষ দিনে ই꧟স্কনের পুজোয় 🐻সামিল হয়েছিলেন মিমি চক্রবর্তী। তিনি এদিন তাঁর ইনস্টাগ্রামের পুজোর নানা মুহূর্তের ছবি কোলাজ বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
মিমির রথ যাত্রা
সকলেই জানেন মিমি চক্রবর্তী ভীষণই ধর্মপ্রাণ। যে কোনও পুজোই তাঁকে বেশ মন দিয়ে করতে দেখা যায়। এদিন তিনি তাই ইস্কনের উল্টো রথের পুজোয় যোগ দিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি আগত দর্শনার্থীদের সঙ্গে নিয়ে ভক্তিগীতি গান। বাদ দেন না হা💫তে জ্বলন্ত নারকেল নিয়ে আরতি করতে।
আরও পড়ুন: 'পাধা♛রো মারে দেশ...' রাধিকাকে বরণ ক🌳রতে আম্বানি পরিবারের বিশেষ পারফরমেন্স, যোগ দিলেন ইশা - শ্লোকাও
এদিন মিমি 🐼চক্রবর্তীকে অন্যান্য আরও অনেকের সঙ্গে ঝাঁটা হাতে রাস্তা পরিষ্কার করতেও দেখা যায়। একই সঙ্গে ষষ্টাঙ্গে দেবের কাছে মাথা নত করে আশীর্বাদ নেন। মিমি চক্রবর্তী এদিন যে ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে একটি মুহূর্তে ধরা প🌃ড়েছে জগন্নাথ দেবের মূর্তির নাচও।
এই গোটা ভিডিয়ো পোস্ট করে একটি গানের লাইন ক্যাপশনে লেখেন মিমি। লেখেন, 'শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি / হে নাথ নারায়ন বা🅠সুদেব।'
প্রসঙ্গত কিছুদিন আগে ভারতে তুফান ছবিটি মুক্তি পাওয়ার পর কালীঘাটে গিয়েছিলেন মিমি চক্রবর্তী। সেখানকার বিভিন্ন মন্দিরে ঘুরে ঘুরে পুজো দেন, আরতি করেন। কালীঘাটের🎀 মা কালীকে জড়িয়ে ধরে মনস্কামনা জানাতেও দেখা যায় অভিনেত𓂃্রীকে।