💟 বাঙালির অন্যতম প্রিয় পর্যটন স্থল হল পুরী। উড়িষ্যার এই সমুদ্রতীরে শীত-গ্রীষ্ম-বর্ষা সারাবছর ভিড় জমেই থাকে। তবে দেখা গেল সাইক্লোন দানা আসার খবর পেয়েও একাংশ মানুষ ছাড়েননি সমুদ্রতট। আর বৃহস্পতিবার রাতে যা নিয়ে কটাক্ষও করলেন মীর।
꧟ এই কৌতুক অভিনেতা কটাক্ষ করলেন, ‘পুরীর সমুদ্দুরের ধারে যাঁরা ‘ঘূর্নিঝড় LIVE’ দেখার জন্য দাঁড়িয়ে আছেন, তাঁদের বলি… আপনাদের Clone নয়, cyclone বানিয়ে রাখা উচিত!’ কমেন্ট সেকশনে দেখা গেল, বেশিরভাগ নেটিজেনই মীরের কথার সঙ্গে সহমত পোষণ করেছেন।
ℱ একজন মন্তব্যে লেখেন, ‘পুজো পরিক্রমা শেষ এবার ঝড় পরিক্রমা করতে বেরিয়েছে এরা’। আরেজন লেখেন, ‘জীবনে সুখ শান্তি যখন ওভারফ্লো হয়ে যায়, তখন এই সখগুলোর উৎপত্তি হয়’। তৃতীয়জন লেখেন, ‘অসাধারণ সব ব্যাপার। লাইভ টিভি রিপোর্টিং হচ্ছে। 'আপনারা কি করছেন, কোথা থেকে এসেছেন?' '...থেকে এসেছি, পুলিশ এর থেকে লুকিয়ে ঝড় দেখতে এলাম, শুনলাম ভালো ঝড় হবে'।’
𓄧 তবে দেখা গেল, মীরের এই কটাক্ষ ভরা পোস্টে একজন আবার পালটা কটাক্ষ করে মন্তব্য করেন, ‘আপনি একটা ভাঁড়’। ট্রোলকে ছাড়লেন না মীর। জবাবে লিখলেন, ‘ওরে কে আছিস?? একটু চা বলে দে!’ অবশ্য নেটিজেনরাও মীরের উপর হওয়া কটাক্ষের জবাব দিয়েছেন। আরেকজন এই কমেন্টেরই জবাব দিয়ে লিখেছেন, ‘ইনি মনে হয় সেই পুরীর সি বিচে দাঁড়িয়ে ঝড় দেখা চটি পরা মামনি’।
আরও পড়ুন: ꦚ‘নিজের ড্রাইভারের সঙ্গে কীসব বাধিয়েছিল..’! কুণালের খোঁচায় কি শ্রীলেখা, ২০০৪ সালে কী হয়েছিল?