নিউ জার্সিতে অনুষ্ঠিত মিস ইন্ডিয়া ইউএসএ ২০২৩-এর মিশিগানের একজন মেডিকেল ছাত্র রিজুল মাইনির মাথায় উঠল মুকুট। ম্যাসাচুসেটস থেকে স্নেহা নাম্বিয়ার মিসেস ইন্ডিয়া ইউএসএ এবং পেনসিলভেনিয়ার সালোনি রামমোহ🍷ন মিস টিন ইন্ডিয়া ইউএসএ খেতাব জিতেছেন।
চলতি বছর ৪১ পূর্ণ করেছে এই প্রতিযোগীতা। ভারতের বাইরে দীর্ঘতম ভারতীয় প্রতিযোগিতা এটি। নিউইয়র্ক ভিত্তিক ভারতীয়-আমেরিকান ধর্মাত্মা এবং নীলম শরণ ওয়ার্ল্ডওয়াইড পেজেন্টস-এর ব্যানারে শুরু করেছিলেন। আরও পড়ুন: হিন♊্দিতে প্রথম কাজ, ‘কড়ক সিং’ পঙ্কজকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশের জয়া
🎉বছর ২৪-এর ভারতীয়-আমেরিকান অভিনেত্রী মেড🍬িকেল ছাত্রী এবং মডেল মাইনি। জানিয়েছেন, সার্জেন হতে চান তিনি। সব নারীদের কাছে রোল মডেল হিসেবে কাজ করার প্রত্য়াশা প্রকাশ করেছেন। ভার্জিনিয়ার গ্রিসমা ভাট প্রথম রানার আপ এবং উত্তর ক্যারোলিনার ঈশিতা পাই রাইকার দ্বিতীয় রানার আপ ঘোষিত হয়েছেন।