তিনি ৭০-এর দশকের পরিচিত নাম। বাংলা থেকে হিন্দি দুই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই দাপটের সঙ্গে অভিনয় করছেন মৌসুমী চট্টোপাধ্যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের নিজের কেরিয়ার, জীবন নিয়ে নানান কথা সামনে এনেছেন মৌসুমী। তাঁর মুখে উঠে এসেছে ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু পরিচিত নাম। বেশকিছু ব্যক্তিত্বকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অকুতোভয় মৌসুমী। নিজের সাক্ষাৎকারে কথা প্রসঙ্গে আ꧑রও একবার মৌসুমী বলে বসেন পরিচালক, অভিনেত্রী অপর্ণা সেন নিরাপ🐭ত্তাহীনতায় ভোগেন।
অপর্ণা সেনের সঙ্গে কেন কাজ করেন না? এপ্রসঙ্গে ২০১৫ সালেও আরও একবার মৌসুমী বলে বসেছিলেন অপর্ণা সেন নিরাপত্তাহীনতায় ভোগেন। তাঁর এমন মন্তব্যের পর সেবার তাঁকে অপর্ণা কন্যা কঙ্কনা সেন শর্মা অনুরোধ করেন, যে তিনি তাঁর মাকে নিয়ে নেতিবাচক🍌 কথা না বলেন। সাক্ষাৎকারে সে বিষয়টিও সামনে আনেন মৌসুমী।
মৌসুমীর কথায়, ‘আমি কঙ্কনার অনুভূতি তা বুঝতে পারি, কারণ ওঁর মায়ের সমালোচনা করছি। কঙ্কনার এটাই হয়ত মনে হয়েছিল। কিন্তু আমি সমালোচনা করিনি। আমি অপর্ণা সেনের সম্পর্কে এমন মন্তব্য করেছিলাম, কারণ উনি কোনওদিন কাউকে কোনও কৃতিত্ব দেননা। 🦩উনি লোকজনের থেকে সাহায্য নেন, কিন্তু তাঁদের নাম উল্লেখ করেন না।’
প্রসঙ্গত, ১৯৬৭ সালে পরিচালক তরুণ মজুমদারের ‘বালিকা বধূ’র ছবির হাত ধরে অভিনয় দুনিয়ায় পা রাখেন মৌসুমী চট্টোপাধ্যায়। তিনি অনুরাগ (১৯৭২), রোটি কাপড়া অর মাকান (১৯৭৪), মঞ্জিল (১৯৭৯), অঙ্গুর (১৯৮২)ꦑ, ঘর এক মন্দির (১৯৮৪) এর মতো বেশকিছি সুপারহিট ছবিতে অভিনয় করেছেন। সাম্প্রতিক সময়ে সুজিত সরকারের পিকু ছবিতে অভিনয় করেন, যেটি মুক্তি পায় ২০১৫ সালে। ২০১৫তে তিনি ফিল্মফেয়ারের তরফে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও পেয়েছিলেন।