🌳 আরও একবার আইকনিক সুপারহিরো ‘শক্তিমান’ হয়ে ফিরছেন বর্ষীয়ান অভিনেতা মুকেশ খান্না। এমন ঘোষণার সঙ্গে সঙ্গেই দর্শকমহলে বেশ শোরগোল পড়ে গিয়েছে। ৬৬ বছর বয়সে এসে পাকা চুল, ভুঁড়ি নিয়ে কীভাবে 'শক্তিমান' হয়ে ওঠার সাহস দেখাচ্ছেন মুকেশ খান্না! তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কারোর কথায় এই গুরু দায়িত্ব রণবীর সিং-এর মতো অভিনেতাদের উপর ছেড়ে দেওয়া উচিত ছিল, এমন মতও পোষণ করেছেন অনেকে। আর এবার সেবিষয়েই মুখ খুললেন মুকেশ।
ঠিক কী ব্যাখ্যা দিয়েছেন মুকেশ খান্না?
💛 বুধবার গভীর রাতে মুকেশ নিজের X হ্যান্ডেলে 'শক্তিমান' রূপে নিজের একটা ছবি পোস্ট করেছেন। ইংরাজি ক্যাপশানে লিখেছেন 'Shaktimaan Returns', হিন্দিতে লিখেছেন, ‘লো ম্যায় আগয়া’। এই পোস্টের সঙ্গে মুকেশ লেখেন, ‘আমি একটা ভুল ধারণা স্পষ্ট করতে এসেছি যা দর্শকদের একটা অংশের মধ্যে রয়েছে। এই গান ও সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গোটা বিশ্বের কাছে ঘোষণা করছি যে আমিই পরবর্তী শক্তিমান হব।’
💯 ফের লেখেন,‘যেগুলিএকেবারেই ভুল। সেবিষয়গুলি আমাদের ব্যাখ্যা করতে দিন।
🧸 এক আমিই পরবর্তী শক্তিমান। কারণ, আমি তো এমনিতেই শক্তিমান। আর একটা শক্তিমান থাকাকালীন আরেকটা শক্তিমান কীভাবে আসবে! আমি তো পুরনো সেই শক্তিমান। আমাকে ছাড়া শক্তিমান হতেই পারে না। শক্তিমান হিসাবেই আমাকে তার উত্তরাধিকার তৈরি করতে হবে। দ্বিতীয়ত, আমি এটা প্রমাণ করতে আসিনি বা দেখাতে আসিনি যে আমি রণবীর সিং বা শক্তিমানের আবরণ পরা অন্য কারও চেয়ে ভালো। ওঁরা পরবর্তী শক্তিমান হয়ে উঠুক।
꧑ তৃতীয়ত আমি বর্তমান প্রজন্মের কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাই। আর এই বার্তা দেওয়ার জন্য পুরানো শক্তিমান নতুনের চেয়ে অনেক এগিয়ে বলে আমার মনে হয়েছে। কারণ পুরানো শক্তিমানের জন্য গত ২৭ বছর ধরে ইতিমধ্যেই প্রস্তুত দর্শক রয়েছে৷
꧅ আমি পুরানো শক্তিমান হিসাবে একটা দেশাত্মবোধক কুইজ গান নিয়ে এসেছি কারণ এটা আমিই পারি। প্রত্যেকের স্পষ্টভাবে দেখাতে হবে যে অন্ধকার এবং মন্দ আজকালকার শিশুদের উপর প্রভাব বিস্তার করছে। শক্তিমানের ভাষায় বলা যেতে পারে- ‘আন্ধেরা কায়াম হো রাহা হ্যায়। তাই সময়ের দাবি, এই বার্তাটি দ্রুত ছড়িয়ে দেওয়া উচিত।