🔯 ২০১৯ সালের ৬ই মে সাত পাকে বাঁধা পড়েছিলেন জিতু-নবনীতা। তবে স্থায়ী হয়নি সেই দাম্পত্য। গত বছর জুন মাসে আচমকা জিতুর থেকে আলাদা হওয়ার কথা ঘোষণা করেন নবনীতা। জানান, ডিভোর্স মামলা চলছে। পরে জানা যায়, ২০২৩-এর ১৭ই নভেম্বর খাতায়-কলমে আলাদা হয়েছেন তাঁরা।
🅷বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পরেও বারবার নবনীতার সোশ্যাল মিডিয়ার দেওয়ালে ফিরেছে জিতুর স্মৃতি। অনেকে ভেবেছিলেন, হয়ত ভুল বোঝাবুঝি মিটে যাবে। কিন্তু তেমনটা ঘটেনি। বরং সময়ের সঙ্গে যেন আরও তিক্ততা বেড়েছে প্রাক্তন জুটির। টিকলে গত সোমবার পঞ্চম বিবাহবার্ষিকী পালন করতেন জিতু-নবনীতা। এদিন নায়িকার মন জুড়ে শুধু বিষন্নতা।
ღসোশ্যাল মিডিয়ার দেওয়ালে নবনীতা ০৬/০৫/২০১৯ এই তারিখটি লেখেন, এরপর ১৯ শব্দটি কেটে দেন। নীচে লেখেন সোমবার। যেন ২০১৯-এর এই তারিখটা নিজের জীবন থেকে মুছে ফেলতে চাইছেন তিনি।
🉐প্রায় এক দশক আগে দ্বীপ জ্বেলে যাই ধারাবাহিকের মাধ্যমে বিনোদন জগতে পা রেখেছিলেন। এরপর একাধিক ধারাবাহিকে কাজ করে তিনি নজর কেড়েছেন। এই মুহূর্তে স্টার জলসার ‘তুমি আশেপাশে থাকলে’ ধারাবাহিকে দেখা যাচ্ছে নবনীতাকে। তবে অভিনয় জীবনের চেয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়েই চর্চায় অভিনেত্রী।
😼জিতুর বিরুদ্ধে মাস কয়েক আগে গয়না ফেরত না দেওয়ার অভিযোগ এনেছিলেন নবনীতা। তাতে শুরু হয় নয়া বিতর্ক। ভাঙা বিয়ের জন্মদিনে জিতুর স্মৃতি ঘর করেছিল নবনীতার মনে আর জিতু? এদিন বিন্দাস মুডে নিজের বেশকিছু সোলো ছবি ইনস্টায় পোস্ট করেছেন তিনি। খানিক ‘ডোন্ট কেয়ার’ গোছের অভিব্য়ক্তি।
🔯নবনীতা আগেই জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় জিতু ব্লক করেছে তাঁকে। অভিনেত্রী বলেন, ‘ওর পোস্টগুলো থেকে অনেক পোর্টাল স্টোরি করে, সেগুলো দেখতে পাই। ইনস্টাগ্রাম, ফেসবুক সব থেকেই আমাকে ব্লক করে রেখেছে জিতু।’ ডিভোর্সের পর নিজের জীবনটা আপাদমস্তক পালটে ফেলেছেন নবনীতা। আগের কোনও চিহ্নই রাখতে চান না নিজের কাছে। আজকাল প্রায়শই জিমে ঘাম ঝরাচ্ছেন নবনীতা।
🐠২০১৯ সালের ৬ মে অগ্নিসাক্ষী রেখে নবনীতাকে বিয়ে করেছিলেন জিতু। আলাপ যদিও হয়েছিল ‘অর্ধাঙ্গিনী’ (২০১৮) ধারাবাহিকে কাজ করতে গিয়ে। সেইসময় নবনীতাই বিয়ের জন্য প্রপোজ করেছিল জিতুকে। পর্দার ঈশ্বরী-আয়ুশ প্রেম গড়ায় বাস্তবেও। যার পরিণতি বিয়ে। কিন্তু চার বছর যেতে না যেতেই ছন্দপতন। আলাদা হল ছাদ ২০২৩ সালে এসে। চার বছরের বিবাহবার্ষিকীর দেড় মাস পরেই অভিনেত্রী ফেসবুকে লেখেন, ‘আমাকে সব কিছু সামলানোর জন্য তুমি ইতিমধ্যেই প্রস্তুত করে দিয়েছো, গ্যাস বুকিং থেকে মেডিক্লেম পে সবটাই শিখিয়ে দিয়েছো.. তবুও এটাই শ্রেয়, কারণ আমরা দুজন দুজনের সাথে ভালো নেই.....প্রেম, বন্ধুত্ব, বিয়ে এইসব নিয়ে এক বর্ণময় অধ্যায় এর ইতিটা নয় এইভাবেই হোক... ভালো থেকো জিতু কমল।’