💛 সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তেলুগু সুপারস্টার নন্দমুরি বালাকৃষ্ণের একটি ভিডিয়ো। যা ঘিরে সমালোচনায় সরব চিন্ময়ী শ্রীপদা, হনসল মেহতার মতো চলচ্চিত্র ব্যক্তিত্বরা। সম্প্রতি ‘গ্যাংস অফ গোদাবরী’ ছবির একটি প্রচারমূলক অনুষ্ঠানে অভিনেত্রী অঞ্জলিকে মঞ্চে সজোরে ধাক্কা মারেন অভিনেতা তথা অন্ধপ্রদেশের হিন্দুপুরামের বিধায়ক। কিংবদন্তি অভিনেতা এনটি রামা রাওয়ের পুত্র তথা জুনিয়র এনটিআরের কাকা নন্দমুরি। বালাকৃষ্ণ তাঁকে মঞ্চে ধাক্কা মারার পর অঞ্জলি যা করেন, তা নিয়েও উঠে প্রশ্ন।
যা ঘটেছিল
▨এক্স-এ এখন এই ভিডিয়ো ভাইরাল। নন্দমুরি, কৃষ্ণ চৈতন্যের আসন্ন তেলুগু অ্যাকশন ফিল্ম ‘গ্যাংস অফ গোদাবরী’র প্রচারমূলক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে হাজির ছিলেন। তার অফ হোয়াইট কুর্তা। মঞ্চের একদম কেন্দ্রে দাঁড়ানোর জন্য তিনি অভিনেত্রী নেহা শেঠি (ধূসর লেহেঙ্গা-চোলিতে) এবং অঞ্জলিকে (ক্রিম রঙা শিফন শাড়ি পরিহিত) সরে যেতে বলেন। তাঁদের সরার অবকাশ না দিয়েই অঞ্জলিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন বালাকৃষ্ণ। কোনওরকমে নিজের ব্যালেন্স সামলে নেন অঞ্জলি। তবে সিনিয়র অভিনেতার কোনও অসম্মান করেননি তিনি, গোটা ব্যাপারটি হেসে উড়িয়ে দেন। তারপরেও নন্দমুরির চোখেমুখে ছিল বিরক্তি এবং রাগান্বিত ভাব। রীতিমতো দুই অভিনেত্রীকে তিরস্কার করতে থাকেন তিনি।
ইন্টারনেট প্রতিক্রিয়া
💖মঞ্চে নন্দমুরির আচরণে হতবাক হয়ে গিয়েছিল ইন্টারনেট। চলচ্চিত্র নির্মাতা হনসল মেহতা এক্স-এ ভিডিওটি পুনরায় পোস্ট করেছেন এবং লিখেছেন, ‘এই নৃৃশংস অমানুষটা কে?’ যখন একজন ভক্ত জানায়, লোকটি হলেন নন্দমুরি বালাকৃষ্ণ, একজন প্রবীণ তেলুগু সুপারস্টার, অন্ধ্র প্রদেশের বিধায়ক এবং কিংবদন্তি তেলুগু অভিনেতা এবং অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এনটি রামা রাওয়ের পুত্র, হনসাল পালটা প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, ‘তাহলে তো ১০০ গুণ নৃশংস’।
ꦗ আরেক ইন্টারনেট ব্যবহারকারী নন্দমুরিকে কটাক্ষ করে লেখেন, ‘এই লোকটি একজন সুপারস্টার, একজন সফল রাজনীতিবিদ এবং তিনি মঞ্চে একজন মহিলা সহ-অভিনেতাকে ধাক্কা মেরে উল্লাস করছেন... উনি একজন ধারাবাহিক অপরাধীন, ওঁনার পরিবর্তন সম্ভব নয়।’
♛নন্দমুরির হাতে অপদস্থ হওয়া পায়েল, ৫০টিরও বেশি ছবিতে কাজ করেছেন। যার মধ্যে অধিকাংশই লিড নায়িকা হিসাবে। এক নেটিজেনের মতে এই ঘটনা হল, ‘টিপিক্যাল ভারতীয় পুরুষ একজন নারীকে মারধর করে পুরুষত্ব দেখানোর চেষ্টা করছে। আরেক জনৈক সিদ্ধার্থ লেখেন, 'নন্দমুরি অঞ্জলিকে ধাক্কা মারার পর উপস্থিত দর্শকদের উল্লাস দেখে চমকে উঠতে হয়। এটা এক শ্রেণির হেনস্থা, দর্শক সেটাকে উৎসাহিত করছে’।
𝄹নন্দমুরি বালাকৃষ্ণ বর্তমানে তার ১০৯ তম চলচ্চিত্রের শ্যুটিং সারছেন। তেলুগুর পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাবে সেই ছবি।