প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার দিল্লিতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে হাজির হয়েছিলেন। এইদিন বিকালে হিন্দুস্তান টাইমসের এই বার্ষিক আলোচনা সভায় অংশ নেবেন অক্ষয় কুমার। কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্য স্বচক্ষে দেখবার লোভ সামলাতে পারেননি আক্কি। তিনিও এদিন পৌঁছেছিলেন মোদীর আলোচনা সভায়। সেখানেই প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি হন বলিউডের খিলাড়ি কুমার। তাঁকে দেখে এক গাল হাসি মোদীর। অক্ষয় কুমারের সাথে উষ্ণ কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। আরও পড়ুন-হিন্দুস্তান টাইমসের শতবর্ষে স্মারক ডাক൩টিকিট উন্মোচন প্রধানমন্ত্রী মোদীর, নিলেন ২ বাঙালির নাম…
হিন্দুস্তান টাইমসের এক্সক্লুসিভ ভিডিয়োয় দেখা গেল অক্ষয় কুমারকে দেখেই এগিয়ে আসেন প্রধানমন্ত্রী। এরপর হাত বাড়িয়ে জিগ্গেস করেন, ‘কেমন আছেন ভাই? ঠিক আছেন? সব ঠিক চলছে?’ হাসিমুখে মোদীজির প্রশ্নের ইতিবাচক জবাব দে✤ন নায়ক। এরপর হাত জোড় করে পরস্পরকে অভিবাদন জানান। তাঁদের মোলাকাতের এই কয়েক সেকেন্ড ঝলক এখন ভাইরাল সোশ্যালে।
আক্কি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও প্রধানমন্ত্রীর সাথে তাঁর সংক্ষিপ্ত মোলাকাতের ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে🍒 অক্ষয় কুমার লেখেন, ‘এইচটি লিডারশিপ সামিটে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র 🧸মোদীজির মুখে নতুন ভারতের উন্নয়ন নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য শোনার সুযোগ পেয়েছি।’
২২তম হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটের উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী মোদী হিন্দুস্তান টাইমসের শ🐠তবর্ষের প্রশংসা করেন। ১৯২৪ সালে মহাত্মা গান্ধী এই পত্রিকাটি উদ্বোধন করেন এবং ঐতিহাসিক মুহূর্ত উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেন।
মূল বক্তব্য মোদী ভারতের উন্নয়ন, এনডিএর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের পারফরম্যান্স এবং ভবিষ্যতের বড় পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।প্রধানমন্ত্রী মোদী জনসাধারণের পণ্য এবং কল্যাণ সুবিধা প্রদান, ভোট ব্যাংকের রাজনীতি পরিহার করা, প্রশাসনের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার এবং প্রশাসনকে একটি উচ্চতর উদ্দ📖েশ্য দেওয়ার ক্ষেত্রে এনডিএ সরকারের রেকর্ড সম্পর্কে কথা বলেছেন এদিন।
তিনি বলেন, ‘আমরা একটি দীর্ঘ যাত্রা পার করেছি। স্বাꦦধীনতা সংগ্রাম থেকে স্বাধীনতা-পরবর্তী ভারতের আশা-আকাঙ্ক্ষা, এ এক অসাধারণ ও চমৎকার যাত্রা। আর যাঁরা ভারতকে এগিয়ে যাℱওয়ার পথ দেখিয়েছেন, তাঁরা হলেন সাধারণ নাগরিক, তাঁদের ক্ষমতা ও বিচক্ষণতা।’
অক্ষয় কুমারের পাশাপাশি এদিন হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে হাজির থাকবেন বলিউডের সিংঘম অজয় দেবগণও। মোদীজির সঙ্গে অক্ষয় কুমারে♚র মধুর সম্পর্ক বরাবরের। ২০১৯-এর নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সাক্ষ🅘াৎকারও নিয়েছিলেন অক্ষয়।