বর্তমানে অভিনব সিনহা পরিচালিত আইসি ৮১৪ নিয়ে বিতর্ক তুঙ্গে। সম্প্রচার মন্ত্রকের💝 তরফে নেটফ্লিক্সের কন্টেন্ট হেডকে ডেকে পাঠানো হয়।🀅 এবার এই ডামাডোলের মধ্যেই একটি বিস্ফোরক মন্তব্য করে বসলেন নাসিরউদ্দিন শাহ। কী জানালেন বর্ষীয়ান অভিনেতা?
কান্দাহার হাইজ্যাক নিয়ে কী বললেন নাসিরউদ্দিন শাহ?
নাসিরউদ্দিন শাহকে এই আইসি ৮১৪: কান্দাহার হাইজ্যাক সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাচ্ছে। তিনি IAS, তথা ক্যাবিনেট সেক্রেটারি বিনয় কলের চরিত্রে ধরা দিয়েছেন। এই চরিত্রে অভিনয় করার পরও তিনি জানান ১৯৯৯ সালে যখন বা�ꦉ�স্তবে এই ঘটনা ঘটেছিল তখন তিনি যারপরনাই ভয় পেয়েছিলেন। ভেবেছিলেন এই ঘটনা নতুন করে ইসলামোফোবিয়া উসকে দেবে।
আরও পড়ুন: '🌄কেউ কাউকে জোর করে শুতে বলে না', টিভির জগতে যৌন নিগ্রহ ไনেই, যা ঘটে সবটাই 'দুপক্ষের সম্মতি'তে! দাবি কাম্যার
সাংবাদিকদের দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা জানান, 'আমার মনে আছে আমি ঘটনাটায় ভীষণ ভাবে ডিস্টার্বড হয়ে পডඣ়ি। আমি ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম এটা আবার ইসলামোফোবিয়া উসকে দেবে। কিন্তু ভাগ্য ভালো ছিল যে ওই সময় তেমন কিছুই ঘটেনি। কিন্তু গোটা পরিস্থিতি নিয়ে আমি খুব ভয় পেয়ে ছিলাম। পরে কী হবে সেটা ভেবে ভীত ছিলাম। '
তিনি এদিন আরও বলেন, 'আমি আজও ভাবতে পারি না ওই সময🅰় পাইলট এবং যাত্রীরা ঠিক কোন ভয়ঙ্কর পꩵরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিল। আমি এখনও সেই ঘটনার কথা ভাবতে গেলেই এটাই মনে পড়ে।'
আইসি ৮১৪: কান্দাহার হাইজ্যাক সিরিজে কাজ করে ভীষণ খুশি বলেও জান🧔ান নাসিরউদ্দিন। এত গুণী অভিনেতাদের সঙ্গে স্ক্রিন ভাগ করতে পেরে প্রবল খুশি তিনি। এই ছবিতে তাঁর সঙ্গে বিজয় ভার্মা, দিয়া মির্জা, প্রমুখ আছেন।