নওয়াজউদ্দিন সিদ্দিকির (Nawazuddin Siddiqui) ব্যক্তিগত জীবন এখন যতই টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাক না কেন তাঁর কেরিয়ারে যে সেটার খুব একটা প্রভাব পড়ে▨নি সেটাও স্পষ্ট। এই মাসে তাঁর দুটি সিনেমা মুক্তি পেতে চলেছে। একটা আগামী ৫ মে। এদিন আফওয়া মুক্তি পাবে। আর ১২ মে আসছে যোগিরা সারা রা রা। এছাড়া এরপর তাঁকে টিকু ওয়েডস শেরু, হাড্ডি, অদ্ভুত এবং নূরানি চেহরা ছবিতেও দেখা যাবে। টিকু ওয়েডস শেরু ছবিতে তিনি কঙ্গনার (Kangana Ranaut) সঙ্গে কাজ করেছেন। কঙ্গনা এই ছবিটির প্রযোজনা করেছেন মণিকর্নিকা ফিল্মসের ব্যানারে। এবার সেই ছবি প্রসঙ্গে অভিনেতা বললেন কঙ্গনা নাকি একজন অত্যন্ত ভালো প্রযোজক। তিনি জানেন কীভাবে সেটে সুস্থ, ভালো পরিবেশ বজায় রাখতে হয়।
টিকু ওয়েডস শেরু ছবিটা আদতে একটি ডার্ক কমেডি ঘরানার ছবি।♏ এখানে নওয়াজের বিপরীতে দেখা যাবে নবাগতা অভনীত কৌরকে। তিনি এই ছবি দিয়েই ডেবিউ করছেন। এই ছবির দুই অভিনেতার মাঝে ২৭ বছরের গ্যাপ আছে। সাই কবীর ছবিটির গল্প লিখেছেন এবং পরিচালনা করেছেন। কঙ্গনা এর আগে ছবিটিকে একটি মজার মোড়কে প্রেমের কাহিনি হিসেবে ব্যাখ্যা করেছিলেন।
অমর উজালাকে দেওয়া একটি সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন কঙ্গনার ভীষণই প্রশংসা করেন। বলেন, 'কঙ্গনার থেকে ভালো প্রযোজক আমি দেখিনি। ওর ভালো ভাবনা চিন্তা দিয়ে সেটে ও সবসময় ভালো পরিবেশ বজা🍌য় রাখত। কোনও সন্দেহই নেই যে ও আমাদের দেশের একজন ভালো অভিনেত্রী। একই সঙ্♏গে ও খুব ভালো একজন প্রযোজকও বটে।'
কেবল টিকু ওয়েডস শেরু নয়, কঙ্গনার প্রযোজনায় আসছে নতুন ছবি এমারজেন্সি। এখানে অভিনেত্রীকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে। তিনিই ♓এই ছবিতে পরিচালকের ভূমিকাও পালন করেছেন। তাঁর সঙ্গে এখানে অনুপম খের, শ্রেয়স তালপাড়ে, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান প্রমুখকে দেখা যাবে।
২০১৯ সালে মুক্তি পাওয়া ছবি মণিকর্নিকা যার জন্য কঙ্গনা জাতীয় পুরস্কার পেয়েছিলেন সেটার নামেই তিনি ২০২০ সালে তাঁর প্রযোজনা সংস্থা খোলেন। প্রসঙ্গত কঙ্গনা এবং 👍নওয়াজ কখনই কোনও ছবিতে একসঙ্গে অভিনয় করেননি।