ঢিলেঢালা জিনিস নিয়ে সমস্যায় পড়েছেন নিয়া শর্মা। তালিকায় আছে যোনিপথও! তবে না, চমকাবেন♐ না। সবটাই বিজ্ঞাপনের জন্য। এদিন তিনি যোনিপথ টাইট করার ওষুধের বিজ্ঞাপন পোস্ট করেন একটি সোশ্যাল মিডিয়ায়। আর তার পরই তাঁকে রীতিমত কটাক্ষের🐎 মুখে পড়তে হয়েছে।
আরও পড়ুন: বেণীর পর এবার থিয়েটারে ক্রমাগতꩲ চলা নিগ্রহ নিয়ে সরব কোরক! পদাতিকের 'যুবক মৃণাল' বললেন...
কী ঘটেছে?
নিয়া শর্মা এদিন সোশ্যাল মিডিয়ায় মহিলাদের একটি হেলথ সাপলিমেন্টের বিজ্ঞাপন পোস্ট করেন। বলাই বাহুল্য তিনি তাতে কাজ করেছেন, তাই সেটার প্রচার করছেন। আর সেই বিজ্ঞাপনে জানানো হয়েছে এই ওষুধের সাহায্যে যোনিপথ টাইট করা যাবে। এমন একটি পোস্ট করতেই তাঁকে রীতিমত তুলোধনা করেছেন নেটপাগরিকরা। এ🐈ভাবে ভুয়ো তথ্য এবং স্বাস্থ্যের জন্য ক্ষতꦆিকর জিনিস প্রচারের জন্যও তাঁকে কটাক্ষ শুনতে হয়।
নিয়া সোমবার, ২১ অক্টোবর ইন্সটাগ্রামে এই বিজ্ঞাপন প𝕴োস্ট করে ক্যাপশনে লেখেন, 'কখনও কখনও কীভাবে একদম পারফেক্ট হওয়া যায় জীবন সেটাকেই খুঁজে চলে। সে আপনার পছন্দের জামা হোক বা অন্তরঙ্গ কিছু। পারফেক্ট টাইট অনুভব করুন।' তাঁর পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে নিয়া যা কিছু ঢিলেঢালা মে জামা হোক বা বোতলের ঢাকনা সব নিয়েই সমস্যায় পড়েছেন। এরপরই তাঁকে একটা একদম পারফেক্ট সাইজের ড্রেসে দেখা যায়। এবং বলতে ꦿশোনা যায়, 'ঠিকভাবে করুন এবং টাইট রাখুন।'
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'পাবলিক ফিগার হিসেবে ভক্তদের প্রতি তো আপনার কিছু দায়বদ্ধতা আছে নাকি? অনেকেই তারকাদের কথা শুনে ছিলেন। আজ কেউ যদি ওঁর কথা শুনে এই প্রোডাক্ট ব্যবহার করেন, তখন? বডি পজিটিভিটি ছড়ানোর বদলে ভুলভাল জিনিস ছড়াচಞ্ছেন।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'এভাবে কিছু হয়? ভুল তথ্য দিচ্ছেন কেন?' তৃতীয় ব্যক্তি লেখেন, 'অসহ্য! এটা ২০২৪ সাল নাকি অন্য কিছু? এখনও লোকজন এতটা অবৈজ্ঞানিক ভাবনা চিন্তা কীভাবে রাখতে পারে?' চতুর্থ ব্যক্তি লেখেন, 'যোনি ফর্সা করার পর এবার যোনিপথ ছোট করার বিজ্ঞাপন! বাহ ভালোই চালাচ্ছেন আপনারা!'