২০১১ সালে মু্ক্তি পেয়✱েছিল অক্ষয় কুমার অভিনীত 'পাতিয়ালা হাউস' ছবিটি। যদিও বক্স অফিসে ছবিটি এক্কেবারেই সাফল্যের মুখ দেখেনি। সম্প্রতি নཧিজের সেই ফ্লপ ছবি নিয়েই মুখ খুলেছেন পরিচালক নিখিল আডবানি। তবে শুধু অক্ষয়ই নয়, ছিলেন কিংবদন্তি ঋষি কাপুরের মতো অভিনেতাও।
সম্প্রতি পডকাস্ট 'সাইরাস সেইস'-কে দেওয়া এক সাক্ষাৎকারে, নিখিল আডবানি বলেন ছবিটি বক্স অফিসে সাফল্য পাইনি, ত⛄বে ছবির মিউজিক সত্যিই দারুণ ছিল। আর পাতিয়ালা হাউস ছবিতেই ঋষি কাপুরের সঙ্গে কাজ করেছিলাম। তিনিই ছিলেন ছবির কেন্দ্রীয় অভিনেতা।। ঋষি কাপুরের অভিনয় প্রসঙ্গে বলতে গিয়ে নিখিল আডবানি বলেন ‘এটা আ🧸মার হৃদয়ের খুব কাছের।’
সাক্ষাৎকারে নিখিল আডব💃ানিকে প্রশ❀্ন করা হয়, তিনি ঋষি কাপুরের সঙ্গে কখনও একসঙ্গে বসে মদ্যপান করেছেন কিনা? উত্তরে নিখিল বলেন, ‘আমরা প্রায় প্রতিদিনই একসঙ্গে মদ খেতাম, বিষয়টা দারুণ ছিল…।’
নিখিল আডবানি বলেন, ‘তিন নম্বর পেগ খাওয়ার পরই ঋষি কাপুর আমার নাম ভুলে যেতেন। এরপর উনি আমাকে ছেলে বলে ডাকতেন। বলতেন এই ছেলে আমার জন্য ড্রিংক বানাও।’ নিখিল আডবানি জানান, তাঁর ও ঋষি কাপুরের বাংলোটি শুধুমাত্র একটা পাঁচিল দিয়ে আলাদা করা। তাঁর কথায়, ‘প্রায়🌃দিন উনি আমায় একসঙ্গে ড্রিংক করার জন্য ডাকতেন। আর সেসময় সাম্প্রতিক মুক্তি পাওয়া নানান ছবি নিয়ে আলোচনা হত। সেগুলো ছিল সব মন খারাপের বাইরে।…’।
এখানেই শেষ নয়, ২০১৩ সালে নিজের ছবি ডি-ডে-র জন্য ঋষি কাপুরকে কীভাবে রাজি করিয়েছিলেন, সেবিষয়েও কথা বলেছেন নিখিল আডবানি। যে ছবিতে ঋষি ক♚াপুরের চরিত্রটি মাফিয়া বস দাউদ ইব্রাহিমের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল।
ঋষি কাপুর বলেন, ‘আমি আর ঋষি কাপুর শুধু পাতিয়ালা হাউস ছবিতে একসঙ্গে কাজ করেছি, এমনই নয়। ✱আমরা একে অপরকে বেশ পছন্দও করতাম। আমি আসলে ওঁর প্রতিবেশী। আমি পালি হিল-এ তাঁর বাড়ির ঠিক পরের বিল্ডিং-এই থাকতাম। আমি খানিকটা ওঁর বন্ধু হয়ে গিয়েছিলাম। আমরা একে অপরের সঙ্গে দেখা 🌌করতাম, আমরা একসঙ্গে সিনেমা দেখতাম।’
নিখিল আডবানির আরও বলেন, ‘আমি আসলে ওঁর (ঋষি কাপুর) কাছে গিয়েছিলাম নাসার (অভিনেতা নাসার) স্যারের চরিত্রটির জন্য, যিনি RAW-এর চিফ অশ্বিনী রাও চরিত্রে অভিনয় করেছিলেন। তবে ঋষি কাপুর চরিত্রটি নিয়ে আগ্রহী হননি। তারপর তিনি আমাকে 'অগ্নিপথ’ (২০১২)র রউফ লালার (ঋষি কাপুরের ছবির চরিত্র) একটা স্টিল ছবি দেখালেন। এরপ আমি বাড়ি ফিরে এলাম। পরদিন ওনাকে বললাম, 'চিন্টু জি আপনি ঠিকই বলেছেন, তাহলে আপনি দাউদ ইব্রাহিমের চরিত্রে অভিনয় করছেন না কেন🀅?' তিনি হতবাꦛক হয়ে আমাকে বললেন, 'পাগল হো গ্যায়া হ্যায় কেয়া, ইয়ে মেন ক্যায়সে কার সাকতা হু' (পাগল হয়েছেন নাকি, আমি এটা কীভাবে করতে পারি)? কিন্তু আমি জোর দিয়ে বলেছিলাম, ‘আমরা আপনার একটা লুক টেস্ট করেই না হয় দেখি।’