নাম নীলাঞ্জনা। একসময়ের আলোচিত অভিনেত্রী, প্রযোজক হিসাবেও বর্তমানে সুপ্রতিষ্ঠিত নাম তিনি। তবে হ্যাঁ, যিশ✱ু সেনগুপ্তের স্ত্রী হিসাবেই সাম্প্রতিক সময়ে বারবার আলোচনায় উঠে এসেছেন নীলাঞ্জনা। ব্যক্তিগত আপ্ত সহায়ক শিনাল সুর্তির সঙ্গে যিশুর প্রেম ও সহবাসের খবর ঘিরে বারবার উঠে এসেছে অভিনেতার স্ত্রী নীলাঞ্জনার কথা। তাঁর সঙ্গে যিশুর বিবাহ-বিচ্ছেদের গুঞ্জনের মাঝে নিজের নামের পাশ থেকে ‘সেনগুপ্ত’ পদবীও সরিয়🐬ে ফেলেছেন নীলাঞ্জনা। শুধু নিজের নামেই এখন তাঁর পরিচিতি। সম্প্রতি ‘Straight Up with Shree’ নামে এক পডকাস্টে হাজির হয়ে নিজের সম্পর্কে নানান বিষয়ে খোলামেলা কথা বলেছেন নীলাঞ্জনা।
এক🌄সময়ে অভিনেত্রী হিসাবে বেশ চর্চিত নাম ছিলেন নীলাঞ্জনা সেনগুপ্ত। কেরিয়ার গড়ে তুলেছিলেন মুম্বইয়ে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে। ‘হিপ হিপ হুররে’ সিরিয়ালে অভিনয় করে সাড়া ফেলেছিলেন ༒নীলঞ্জনা। তবে কেরিয়ারের জন্য মুম্বইতে থাকা শুরু করলেও ব্যক্তিগত কারণে একাধিকবার নিজের সেই কেরিয়ার জলাঞ্জলী দিয়েছেন তিনি। 'স্ট্রেট উইথ আপ উইথ শ্রী' পডকাস্টে নীলাঞ্জনাকে বলতে শোনা যায়, 'প্রথমবার কেরিয়ার ছেড়েছিলাম ভালোবাসে বোম্বে ছেড়ে কলকাতা চলে এসেছিলাম। (প্যাহেলিবার কিয়া থা, প্যায়ার কে লিয়ে, বম্বে ছোড়কে আগ্যায়ী ম্যায় ক্যালকাটা) তারপর আবারও ফিরে গিয়ে বম্বেতে টেলিভিশন কাজ করার কথা ভাবিনি। যদিও আমার কাছে সে অপশন অবশ্য ছিল। আমি একথা মাকেও বলেওছিলাম, মা বললেন, করার দরকার নেই।'
নীলঞ্জনার কথায়, ‘দ্বিতীয়বার যখন আমি কাজে ফিরলাম, সেটা প্রোডাকশন হাউস খোলার পর। তখন মা বলেছিলেন, আমি সারাকে দেখব, তুমি কাজ শুরু করো। তবে শেষবার যখন দেখলাম, মায়ের শরীর ক্রমাগত খারাপ হচ্ছে। আর আমার স্বামী কাজের সূত্রে নানান জায়গায় থাকে, তখন সারাও ক্রমশ বড় হয়﷽ে উঠছিল। সেসময় অবশ্য আমারও বয়স কমই ছিল। তবে আমি বলেছিলাম, আমি পারব না। আমার পক্ষে মাল্টিটাস্কিং হওয়া (একসঙ্গে অনেক কাজ করা) সম্ভব নয়।’
আরও পড়ুন-বিয়ের পর আম্বানিদের ছোট বউমা রাধিকা মার্চেন্টের প্রথম জন্মদিন, কীভাবে হল෴ সেলিব্রেশন?
আরও পড়ুন-অসুস্থ, হাসপাতালে ভর্তি বর্ষীয়ান লিলি চক্র💧বর্তী, এখন 🧔কেমন আছেন 'নিম ফুলের মধু'র ঠাম্মি?