সম্প্রতি মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড গার্ডেনে মণীশ মালহো꧂ত্রার একটা স্টোর লঞ্চ অনুষ্ঠান হয়ে উঠে༒ছিল তারকাখচিত। সুন্দর সেই অনুষ্ঠানে যখন তারকা সমারোহ, ঠিক তখনই ব্যাকগ্রাউন্ডে বাজছিল মণীশের অন্যতম প্রিয় মিউজিক। আর সেখানেই রেখাকে রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানির সঙ্গে জমিয়ে আড্ডা দিতে দেখা যায়। একে অপরকে দেখতেই জড়িয়েও ধরেন রেখা-নীতা । শুধু তাই নয়, রেখার সঙ্গে তাঁর একটা বিশেষ সম্পর্ক রয়েছে বলেও জানান নীতা আম্বানি। পাপারাৎজির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঠে এসেছে সেই ভিডিয়ো।
কী আছে সেই ভিডিয়োতে?
ভিডিয়োতে নীতা আম্বানিকে একটা টিয়া সবুজ রঙের শাড়ি রুপোর এমব্রয়ডারি করা ব্লাউজ আর ম্যাচিং কানের দুলে সাজতে দেখা যাচ্ছে, তাঁর মাথার চুল ছিল খোঁপা করে বাঁধা। অন্যদিকে রেখাকে তাঁর প্রিয় সোনালি রঙের একটা শাড়িতে দেখা যাচ্ছে। তাঁরা একে অপরকে দেখতেই জড়িয়ে ধরলে♋ন, গালে চুমু খেলেন, একে অপরের মধ্যে সৌহার্দ্য বিনিময় হল। আর ঠিক তখন তাঁদের সামনে কালো শেরওয়ানি পরে দাঁড়িয়ে ছিলেন মণীশ মা🍸লহোত্রা।
এরই মাঝে নীতা যখন রেখা ও মণীশের সঙ্গে গল্প করছিলেন, তখন শিল্পা শেট্টি সেখানে ঢুকে রেখার পা ছুঁয়ে প্রণাম করেন। রেখা ওঁকেে আশীর্বাদ করে জড়িয়ে ধরলেন, তারপর তিনি আবারও নীতার কথায় মনোযোগ দিলেন। নীতা আ𝓀ম্বানি মণীশকে🐼 বললেন তিনি আর রেখা একই স্কুলে পড়তেন। অর্থাৎ তাঁরা হলেন স্কলের সহপাঠী, বহু পুরনো বন্ধু।
আরও পড়ুন-নিউ ইয়র্কের গি🦋য়েও মহা বিড়ম্বনায়! সেখানেও সেই 'হাওয়াই চটি'ই ভরসা সারেগামাপা খ্যাত সঞ্চিতার
রেখার আইফা পারফরম্যান্স
প্রসঙ্গত গত মাসে আবু ধাবির ইয়াস দ্বীপে অনুষ্ঠিত আইফা অ্যাওয়ার্ডসেও রেখা দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছেন নিজের সুন্দর একটা ডান্স পারফরম্যান্স দিয়ে। ৬৯ বছর বয়সী এই অভিনেত্রী সেদিন মঞ্চে ২০ মিনিটের জন্য মঞ্চে ছিলেন মোহে পানঘাট পে (১৯৬০ সালের চলচ্চিত্🍎র মুঘল-ই-আজম থেকে), লাগ জা গলে (১৯৬৪ সালের চলচ্চিত্র ওহ কৌন থি থেকে), পিয়া তোসে নয়না লাগে রে (১৯৬৫ সালের চলচ্চিত্র গাইড থেকে) এবং পরদেশিয়া ইয়ে সাচ হ্যায় পিয়া (১৯৭৯ সালের চলচ্চিত্র মিঃ নটবরলাল থেকে) এর মতো একাধিক জনপ্রিয় ট্র্যাকে পারফর্ম করেছিলেন।
প্রসঙ্গত রেখা বিখ্যাত তামিল অভিনেতা জেমিনি গণেশন ওএবং পুষ্পভাল্লির ঘরে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৫৮ সালে তেলুগু ছবি⭕ ‘ইন্তি গুট্টু’তে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। ১৯৬৯ সালের কন্নড় ছবি ‘অপারেশন জ্যাকপট নাল্লি সিআইডি ৯৯৯’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এরপর বলিউডে পা রেখে সেখানেও জনপ্রিয়তা পান রেখা।