‘সরফরোশ’ ছবির ২৫ বছর পূর্তি ২০২৪ সালে। ছবির পরিচালনা করেছেন পরিচালক জন ম্যাথিউ মাথন। আমির খান নয়, ‘সরফরোশ’ ছবির জন্য নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন শাহরুখ খান। ছবির ২৫ বছর পূর্তিতে পরিচালকের মন্তব্য, সেই সময় তাঁর নির্মাতা বন্ধুরা পরামর্শ দিয়েছিলেন, শাহরুখকে ‘কাস্ট’ করলে তবেই বক্স অফিসে ♓সাফল্য পাওয়া যাবে। তবে এ বিষয় একটু আলাদা মনোভাব ছিল পরিচালকের।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক জন ম্যাথিউ মাথন পরিষ্কার বলেছেন, ‘আমার চরিত্রটির জন্য আমির খান উপযুক্ত। শাহরুখকে কাস্ট করার কথা ভাবছি না আমি।’ জাতীয় পুরস্কারজয়ী ছবির পরিচালক জানান, এই ছবি তৈরির আগে বছরের পর বছর গবেষণা করেছিলেন তিনি। যখন নায়ক খুঁজছিলেন, তাঁর প্রযোজক এবং সিনেমা🌳 জগতের বন্ধুরা বার বার শাহরুখকে নেওয়ার কথা বল🍨ছিলেন। এঁদের মধ্যে একজন আবার মনমোহন শেট্টির মতো প্রযোজক ছিলেন।
আরও পড়ুন: মহারাষ্ট্র বনধে-ই কপাল খুলে যায় আমিরের, সুযℱোগ পান প্রথম অভিনয়ের, কী ঘটেছিল সেদিন
ছবির জন্য রাজস্থান ও দিল্লিতে গিয়ে রেইকি করেছিলেন জন। তাঁর গবেষণার কাজ তখনও চলছিল। দিল্লির এক গেস্টহাউসে থাকাকালীন তিনি টিভিতে ‘দিল’ সিনেমাটি দেখছিলেন। ছবির একটি দৃশ্যে আমিরের চরিত্র রাজা মাধ✱ুরী দীক্ষিত অভিনীত মধু চরিত্রকে ধর্ষণের চেষ্টা করে। যদিও সেটির অভিপ্রায় ছিল মধুর চরিত্রকে শিক্ষা দেওয়া। নিজেকে নির্দোষ প্রমাণ করতেই রাজা এই নাটক করেছিল। এই দৃশ্যে আমিরের অভিনয় পরিচালক জনের মন ছুঁয়ে যায়। সেই কারণেই তিনি ‘সরফরোশ’ সিনেমার এসিপি অজয় সিং রাঠোর হিসেবে আমিরকে বেছে নেন।
আরও পড়ুন: রণবীর-আলিয়ার সঙ্গে বিশেষ অনুষ্ঠানে হাজির রাহা, ཧনেটদুনিয়ায় ফাঁস অদেখা এই ভিডিয়ো
পরিকল্পনা মাফিক তিনি পৌঁছে গিয়েছিলেন আমির খানের কাছে। তাঁর কথায়, ‘আমꦍির চিত্রনাট্য পড়ার সঙ্গে সঙ্গেই রাজি হয়েছিলেন। তার পরে আমিরকে নিয়ে পড়াশুনো শুরু করি আমি। ও কী ধরনের কাজ করেছে, খেয়াল করতে থাকি। তখন দেখলাম, ও শুধু প্রেমের কাহিনিতেই কাজ করেছে। ভাবলাম ভালোই তো! আমির খুব নিরীহ’।
আরও পড়ুন: ‘কৃতজ্ঞ ও সম্মানিত✱’, নতুন সংসদ ভবন পরিদর্শন করে আপ্লুত বাদশা, আর কী বললেন তিনি
জন ম্যাথিউয়ের মতে, ‘সরফরোশ’ ছবির আগে ‘অ্যাকশন’ ছ𒅌বিতে আমিরকে কেউ ‘কাস্ট’ করার সাহস দেখাননি। তিনি আরও জানান, রোম্যান্টিক ছবির বাইরে বার বারই অন্য ধরনের ছবিতে কাজ করতে চেয়েছিলেন আমির। ক🌳িন্তু এই ছবিতে কাজ করার বিষয় যথেষ্ট পরিমানে সংশয়ে ছিলেন তিনি। রোম্যান্টিক আমির খানের এক ভিন্ন রূপ দেখতে পেয়েছিল দর্শক। ক্রস বর্ডার টেরোরিজম নিয়ে তৈরি সিনেমার উদাহরণ হিসেবে এখনও এই সিনেমার নাম করা হয়।