২০১২ সালে মুক্তি পেয়েছিল 'ওহ মাই গড'। হলিউডের বিখ্যাত ছবি The Man Who Sued God-এর থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হয়েছিল এই ছবি। মুখ্যভূমিকায় দেখা গেছিল অক্ষয় কুমার এবং পরেশ রাওয়াল-কে। দর্শকদের মন ছোঁয়ার পাশাপাশি বক্স অফিসেও বিস্তর লক্ষীলাভ করেছিল এই ছবি। পাশাপাশি তারিফ কুড়িয়েছিল ছবি সমালোচকদের তরফেও। স্বাভ🥀াবিকভাবেই ছবির সিক্যুয়েল দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল দর্শক।শেষপর্যন্ত নানান জল্পনা ঝেড়ে ফেলে এবার আসতে চলেছে এ ছবির সিক্যুয়েল 'ওহ মাই গড ২'। এবারে ছবির নির্মাতা সংস্থার ঘনিষ্ঠ নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির তরফে জানা গেল 'ওহ মাই গড ২' ছবির গল্প।
তবে এই ছবিতে সুপারহাটি জুটি অক্ষয় এবং পরেশ রাওয়ালকে একসঙ্গে পর্দায় দেখতে পাবে না দর্শক। সব ইচ্ছে🍒 তো আর পূরণ হয় না। তাই পরেশ রাওয়ালের বদলে তাঁর জায়গায় দেখা যাবে আরও এক জনপ্রিয় বলি-অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী-কে। ফেরা যাক ছবির গল্পের প্রসঙ্গে। ওই সূত্রের তরফে পাওয়া খবরে জানা গেছে ভারতীয় শিক্ষাব্যবস্থার নানান দিক তুলে ধরা হবে এই ছবিতে। স্কুল-কলেজের ভর্তির বিভিন্ন ধূসর দিক থেকে শুরু করে ছাত্র ছাত্রীদের ওপর অত্যাধিক পড়াশোনার চাপের কুফল কী হতে পারে সেসব সমস্যার কথাই তুলে ধরা হবে এই ছবিতে।
সদ্য শুরু হয়েছে ছবির শুটিং। আপাতত মুম্বইয়ের স্টুডিওতে পঙ্কজ ত্রিপাঠীকে নিয়ে শুটিং শুরু হয়েছে জোরকদমে। আগামী অক্টোবর থেকে এই সোশ্যাল কমেডির শুটিং ফ্লোরে হাজির হবেন অক্ষয় কুমারও। এই ছবিতেও 'কৃষ্ণ'-এর ভূমি🐼কায় দেখা যাবে তাঁকে।সবকিছু ঠিকঠাক থাকলে টানা এক থেকে দেড় মাস চলে শেষ করে ফেলা হবে এই ছবির সমস্ত অংশের শ্যুটিং। অক্টোবর মাসের মধ্যেই নাকি শেষ হবে ছবির শ্যুটিং।
প্রসঙ্গত, 'ওহ মাই গড' এর পরিচালকের আসনে ছিলেন উমেশ শুক্লা। তবে সিক্যুয়েলের দায়িত্বে তিনি নেই। অমিত রাই বসেছেন পরিচালকের আসনে। অক্ষয় কুমার এবং💞 অশ্বিন ভার্দে রয়েছে 'ওহ মাই গড ২' এর প্রযোজনার দায়িত্বে।