পাকিস্তানি অভিনেত্রী ও উপস্থাপক নাদিয়া খানের একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াত। আপাতত একটি ক্লিপ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যা🐎টফর্ম এক্সে (বর্তমান টুইটার)। কেয়া ড্রামা হ্যায়-এর একটি এপিসোড সেটি। যেখানে নাদিয়াকে বলতে শোনা যাচ্ছে, শাহরুখ খান, সলমন খান ও আমির খান-সহ শীর্ষস্থানীয় বলিউড অভিনেতারা পাকিস্তানের শিল্পীদের নিয়ে ইর্ষান্বিত।
নাদিয়ার দাবি, ‘তাদের ছবিতে কাজ করার পর, ফাওয়াদ খান ও অন্যান্য পাকিস্তানি অভিনেতারা ভারতে এতটা জনপ্রিয় হয়ে পড়েছিল যে, বলিউডের কিছু শীর্ষ অভিনেতা তাঁদের নিয়ে অনিরাপদ হয়ে পড়েন। এ𓂃গুলো রাজনৈতিক ইস্যু তৈরি করার চেষ্টা মাত্র। উরি হামলার পর, পাকিস্তানের অভিনেতাদের বাদ দেওয়া প্রম🅠াণ শুধু রাজনীতির লোকেরা নন, বলিউডের অভিনেতারাও ভয় পেয়েছিলেন।’
‘এটা শুধু ওখানকার সিনেমা পাওয়ার ভয় নয়। বরং, ভারতের লোকেরা যেভাবে পাকিস্তানের অভিনেতাদের ভালোবাসতে শুরু করেছিল, সেই নিয়েও ভয়। ওরা আমাদের গুণ দেখে নিরাপত্তাহীনতায় ভুগছিল। সম্প্রতি আমাদের দুই অভিনেতা ওয়াহাজ ও বিলাল (ওয়াহাজ আলি ও বিলাল আব্বাস খান) যে কাজ করেছে, তাতে ভারতীয় মানুষ ওদের প্রেমে পড়ে যাচ্ছে… পাকিস্তানের এই তারকারা ভারতে ভাইরাল। এদের ভারতে কত ফ্যান ফলোইং তা আপনি ভাবতেও পারবেন না। এ🃏মনকী খানরাও (শাহরুখ, সলমন আর আমির) ভয় পাচ্ছে, এই ছেলেগুলো আমাদের সিনেমায় আসলে, আমরা কী করব?’, আরও বলতে শোনা গেল নাদিয়াকে।
তবে এই ভিডিয়ো অনলাইনে ভাইরাল হতে না𓄧 হতেই, বেশিরভাগ নেট-নাগরিকরা শুরু করল নাদিয়ার সমালোচনা। একজন লিখলেন, ‘ওর মাথা ঠিক আছে তো?’ দ্বিতীয়জনের মন্তব্য, ‘ভ্রান্ত ধারনারও একটা সꦛীমা থাকা উচিত’। তৃতীয়জন লেখেন, ‘বোঝাই যাচ্ছে, পুরো নেশা করে আছে।’
তবে কেউ কেউ অবশ্য নিলেন নাদিয়ারই পক্ষ। একজন লিখলেন, ‘আমি নিজে ভারতীয় হয়ে বলছি, কিছুটা ঠিকই। পাকিস্তানের অভিনেতা তা সে মাহিরা খান হোক বা ফাওয়াদ, জনপ্রিয়তা আকাশ ছোঁয়া।’ ꦗদ্বিতীয়জন লিখলেন, ‘অ্যায় দিল হ্যায় মুশকিলে ফাওয়াদ খানের ১০ মিনিটের চরিত্রে লোকের মনে ছাপ ফে🎐লে যায়, এরকম অবস্থায় হিংসে হওয়া তো স্বাভাবিকই।’
প্রসঙ্গত, ২০১৬ সালে উরি হামলার পর হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে পাকিস্তানের অভিনেতাদের পারফর্ম করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এরপর ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর অল ইন্ডিয়া সিনে ওয়ার্কারস অ্যাসোসিয়ে𝔉শন পাকিস্তানের তারকাদের উপর পুরোপুরি নিষেধাজ্ঞা বসিয়ে দেয়।