Viral News: 🔯ছোট থেকেই যে ব্র্যান্ডগুলির সঙ্গে শৈশবের অনেকটা জড়িয়ে গিয়েছে, তার মধ্যে অন্যতম আমূল, পার্লেজি, নির্মা ইত্যাদি। কোনওটা দুধের সংস্থা তো কোনওটা আবার বিস্কুটের। কোনওটা সাবানের তো কোনওটা চিপসের। সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে একটি এআই ভিডিয়ো। ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে হেঁটে চলে বেড়াচ্ছে এই ব্র্যান্ডগুলির পরিচিত মুখগুলি। আমূলের মেয়েটিকে দেখা যাচ্ছে মাখন খেতে, পার্লেজির মেয়েটিকে দেখা যাচ্ছে হাত তোলা ভঙ্গিতে। আবার নির্মার মেয়েটিকে দেখা যাচ্ছে হাসতে।
আরও পড়ুন - 💦Viral Video: ঠোঁটে চুমু খাওয়ার ভীষণ শখ, লোকটা মুখ এগোতেই যা করল বাঘ! কাঁপুনি ধরাবে ভিডিয়ো
𝐆ভিডিয়োতে এছাড়াও, দেখা গিয়েছে এয়ার ইন্ডিয়ার পুরনো ম্যাসকটকে। দেখা গিয়েছে, চিপসের প্যাকেটের বাঘকে জীবন্ত হয়ে উঠতে! শৈশবের চরিত্রদের জীবন্ত হয়ে উঠতে দেখে রীতিমতো আপ্লুত নেটিজেনরাও। এআইয়ের যেমন খারাপ দিক রয়েছে, তেমন ভালো দিকও রয়েছে। এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকে সেই কথাই বলতে দেখা যাচ্ছে অনেককে।