মে জুন মাসে ভূমিষ্ট হবে পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তীর প্রথম সন্তান। আর তাই আপাতত ‘সুখের সপ্তম স্বর্গে’ বাস করছেন পরম-পিয়া। কিছুদিন আগেই অভিনেতা জানিয়েছিলেন, স্ত্রীকে সময় দিতে আর সন্তানের বেড🍒়ে ওঠার সাক্ষী থাকতে পিতৃত্বকালীন ছুটিতে✱ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মে মাস থেকেই তিনি ছুটিতে থাকবেন বলে জানিয়েছিলেন পরমব্রত। ছুটিতে থাকবেন বেশ কয়েক মাস।
যেܫমন বলা হয়ত তেমনই কাজ। কিলবিল সোসাইটি-র শ্যুটিং সেরে, সেই ‘মৃত্যুঞ্জয় কর’-এর সেই ন্যাড়া মাথা লুক নিয়েই পিয়ার হাত ধরে পরমব্রত পৌঁছে 🔥গিয়েছেন গোয়ায়। আপাতত সৈকতেই বেবিমুন কাটাচ্ছেন এই দম্পতি। আর তারই একটুকরো ঝলক ইনস্টাগ্রামের পাতায় পোস্ট করেছেন হবু মা।
পিয়া যে ভিডিয়ো ও ছবিগুলি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে রাতের উত্তাল সমুদ্র। আর সৈকতে রাখা টেবিল-চেয়ারে বসে রয়েছেন ‘পরম-পিয়া’। টেবিলে জ্বলছে মোমবাতি। প♒াশে একটা কার্ডে লেখা 15। হতে পারে ক্যান্ডেল-লাইট ডিনার সারছিলেন দম্পতি। আরও ২টি ছবিতে তাঁদের পাশাপাশি সেলফি তুলতে দেখা গিয়েছে। আর একটি ছবিতে শুধুই হবু মায়ের দেখা মিলেছে। তাঁর এই পোস্ট বলছে, দক্ষিণ গোয়ার মাজর্ডা বিচে রয়েছেন তাঁরা।
আরও পড়ুন-বিয়ের ৩মাসেই মা হন, ছে๊লের মুখ দেখꦐিয়ে ফের সুখবর দিলেন রূপসা-সায়নদীপ! দাদা হচ্ছে ডুগ্গু
এই পোস্টের ক্যাপশানে পিয়া চক্রবর্তী লিখেছেন, ‘Fly me to the moon/Let me play among the stars/Let meꦕ see what spring is like/ On a Jupiter and Mars/ In other words, hold my hand’। এর বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘আমাকে চাঁদে উড়িয়ে নিয়ে যাও, আমাকে তারাদের মাঝে খেলতে দাও, আমাকে দেখতে দাও বসন্ত কেমন, বৃহস্পতি ও মঙ্গল গ্রহের গ্রহ, অন্য কথায়, আমার হাত ধরো’। এটি আসলে আমেরিকান অভিনেতা-গায়ক ফ্রাঙ্ক সিনাত্রা-র গাওয়া একটি বিখ্যাত গান। এই গানের সঙ্গতে ছিলেন জ্যাজ পিয়ানোবাদক কাউন্ট বেসি।
পিয়ার এই পোস্টের কমেন্টে🌳 নেটিজেনদের অনেকেই নানান কমেন্ট করেছেন। একজন লেখেন, ‘সবথেকে সুন্দর দম্পতি’। আরও একজন লেখেন, ‘দুজনের প্রতিই ভালোবাসা রইল, সুখী হও।’ আরও একজন লিখেছেন, ‘বেবিমুন সুন্দর করে কাটান’। এমনই অসংখ্য মন্তব্য উঠে এসেছে।
প্রসঙ্গত, ভ্যালেন্টাইন্স ডে-র পরের দিন সোশ্যাল মিডিয়ায় মা হতে চলার খౠবর শেয়ার করে নেন পরমব্রত চট্টোপাধ্যায়ের স্ত্রী পিয়া চক্রবর্তী। পিয়া চক্রবর্তী এই মুহূর্তে ৬ মাসের অন্তঃসত্ত্বা। সব ঠিক থাকলে জুনেই আসবে পরম-পিয়ার প্রথম সন্তান।