এখনও উত্তপ্ত হয়ে আছে বাংলাদেশ। যদিও অন্তর্বর্তীকালীন সরওকার গঠন করা হতে চলেছে তবুও সেদেশে হিন্দুদের উপর আক🅠্রমণ যেন বন্ধ হচ্ছে না। এবার সেদেশে কুমিল্লা জেলার ১৩৫ বছর পুরোনো মহারাজা বীরচন্দ্র পাঠাগার পুড়িয়ে দেওয়া হল। তারপরই প্রতিবাদে গর্জে উঠলেন ত্রিপুরার মুকুটহীন রাজা তথা মানিক্য বংশের বংশধর প্রদ্যোত মানিক্য।
আরও পড়ুন: আসছে বিগ বস ১৮! কবে থেকে শুরু হচ্ছে সলমনের শো? শাইনি আহুজা সহ কাদের কাছে প্রস্👍তাব গেল অংশ নেওয়ার?
কী ঘটেছে?
মানিক্য বংশ দীর্ঘদিন অবিভক্ত ত্রিপুরায় রাজত্ব করে এসেছে। এখন ম🌱ুকুটহীন রাজা থাকলেও রাজত্ব নেই। তবে তাঁদের স্মৃতি ধন্য নানা স্থান আছে। আর তেমন কিছু স্থান এদেশের পাশাপাশি বাংলাদেশেও আছে। আর তেমনই একটি স্থান হল কুমিল্লার মহারাজা বীরচন্দ্র পাঠাগার। উত্তপ্ত বাংলাদেশে বর্তমানে হিন্দুদের বিভিন্ন মন্দির, বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। খুন করা হচ্ছে সেদেশের সংখ্যালঘুদের। আর এবার কুমিল্লার সেই ১৩৫ বছর পুরোনো মহারাজা বীরচন্দ্র পাঠাগার পুড়িয়ে দিল ইসলামিস্টরা।
এদিন সেই পাঠাগারের আগের এবং পুড়ে যাওয়ার পরের 🔴দুটো ছবি পোস্ট করেন মানিক্য বংশের বর্তমান বংশধর প্রদ্যোত মানিক্য। সেই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, 'গুণ্ডারা কুমিল্লার ১৩৫ বছর পুরোনো মহারাজা বীরচন্দ্র পাঠাগার পুড়িয়ে দিল। একই সঙ্গে পুড়িয়ে দিল সেখানে থাকা বই এবং অন্যান্য জরুরি নথি। এখান থেকেই বোঝা যাচ্ছে ওদের মনে আমাদের জন্য কত ভালোবাসা আছে।'
তিনি এদিন আরও লেখেন, 'কিন্তু আমরা এটা কোনও প্রতিক্রিয়া জানাব ন♈া। তাহলে বাংলাদেশে থাকার আমাদের সংখ্যালঘুদের উপর ওরা আরও অত্যাচার করবে।'
আরও পড়ুন: মালিক না ফিরলেও 🔯ঘর ওয়♋াপসি হল পোষ্যর! ৪০ হাজারে বিক্রি হয়েও গণভবনে ফিরল হাসিনার বিড়াল, কীভাবে?
কী ঘটেছে বাংলাদেশে?
গত মাসে কোটা আন্দোলনকে ঘিরে উত্🌟তাল হয়ে ওঠে বাংলাদেশ। মাঝে সেই আন্দোলনের আঁচ কিছুটা স্তিমিত হলেও ধিকিধিকি জ্বলছিলই। পরে সেটা হাসিনার পদত্যাগ আন্দোলন হয়ে ওঠে। সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্তফা দিয়ে বোনের সঙ্গে ভারতে পালিয়ে আসেন। তারপর সেদেশের গণ ভবন দখল করে নেয় উত্তাল জনতা। একই সঙ্গে শুরু হয় সেদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার। মন্দির ভেঙে ফেলা হয়। হিন্দুদের বাড়ি ভেঙে ফেলা বা আগুন ধরিয়ে দেওয়া হয়। এই নিয়ে ওপার বাংলার একাধিক তারকা সরব হয়েছেন।