দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে বেড়েছে দায়িত্ব। এই বছর তিনি হুগলি লোকসভা কেন্দ্র থেকে বিজেপির লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে সাংসদ হয়েছেন। তারপরই বিভিন্ন উৎসব অনুষ্ঠানে তাঁকে হুগলির বিভিন্ন জায়গায় হাজির থাকতে দেখা গিয়েছে। এদিনও তিনি চন্দননগরের একটি 🃏জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়েছিলেন। সেখানে গিয়েই দেবীর কাছে বিশেষ প্রার্থনা করে বসলেন দিদি নম্বর ওয়ান ।
জগদ্ধাত্রী ঠাকুরের কাছে কী চাইলেন রচনা?
আগামী বছরই রচনা বন্দ্যোপাধ্যায়ের ছেলে প্রনীল বসু উচ্চমাধ্যমিক দেবে। মাঝে মধ্যেই ত🦂াঁকে নিয়ে নানা কথা রচনাকে দিদি নম্বর ওয়ানে বলতে শোনা যায়। তাঁর পড়াশোনা থেকে, গেম খেলা সবই নিয়ে। কিন্তু যেহেতু সামনের বছর বোর্ড এক্সাম তাই এবার জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে ছেলের জন্যই প্রার্থনা করলেন তিনি। দেবীর থেকে আশীর্বাদ চাইলেন যাতে, ছেলে যেন ভালো ভাবে পাশ করে যায়।
একই সঙ্গে এদিন রচনা বন্দ্যোপাধ্যায় জানান, কালীপুজোর সময়ও তাঁর হুগলিতে যাওয়ার কথা ছিল পুজো উদ্বোধন করার জন্য। কিন্তু তিনি যেতে করেননি শরীর খারাপ থাকার কারণে। কিন্তু এখন সুস༒্থ হতেই জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে আসেন। তাঁর কথায় যে মানুষগুলো তাঁকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসেছেন তাঁদের পাশে থাকা তাঁর কর্তব্যের মধ্যে পড়ে। তাই তিন𓃲ি পান্ডুয়ার এই জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এদিন এসেছেন বলেই জানান।
রচনাꦬ বন্দ্যোপাধ্যায় এদিন চন্দননগরের জগদ্ধাত্রী পুজো প্রসঙ্গে বলেন তিনি এর আগে কখনও এই স🌱ময় এখানে আসেননি। তবে এবার বেশি আসা হবে, এখানকার সাংসদ বলে।