রাজ চক্রবর্তী শুধু যে এখজন সফল পরিচালক তা নন, তিনি তৃণমূলের বিধায়কও। ব্যারাকপুর থেকে ভোটে জিতেছেন। তবে প্রথম থেকেই আরজি কর কাণ্ডে সেভাবে প্রতিক্রিয়🔯া দিতে দেখা যায়নি তাঁকে। এমনকী, যার ফলে ‘রাজ চক্রবর্তী নিরুদ্দেশ’ এমন পোস্টও পড়তে থাকে সোশ্যালে।
যদিও রাজকে একদমই দেখা দেননি এমন নয় একেবারেই। তাঁর নতুন সিনেমা বাবলির প্রোমোশনে দেখা গিয়েছে তাঁকে। তা নিয়ে সমাজমাধ্যমে পোস্টও করেছেন। এমনকী, তরুণী ডাক্তারের খুন ও ধর্ষণের ঘটনা নিয়ে গান্ধীজির একটি কো🍷টেশনও দেন ইনস্টা-স্টোরিতে। এমনকী ১৪ অগস্ট রাত দখলের জমায়েতেও দেখা যায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। অভিনেত্রী ক্রমাগত ধর্ষণের বিরুদ্ধে সুর চড়িয়ে চলেছেন। তবে তাতে মন ভরেনি একাংশের। কেউ কেউ তো রেগে গিয়ে, রাজকে বয়কট করার মতো ডাকও তোলেন!
তবে এবার মুখ খুললেন তিনি। তাঁর সোজা সাপটা জবাব, ‘নারকীয় ঘটনাকেꦑ সামনে রেখে কিছু মানুষ সিনেমা ইন্ডাস্ট্রিকে সফ্ট টার্গেট ব𓂃ানাচ্ছেন’।
আরও পড়ুন: ‘চাই মমতার পদত্যা🦹গ…’! আরজি কর কাণ্ডর পর সরব জন-শ্রীমা-তন্বী-সহ আর কারা?
আনন্দবাজার অনলাইনকে পরিচালক বলেন, ‘প্রত্যেকে নিজের মতো করে ঘটনার প্র𒉰তিবাদ জানাচ্ছেন। একজন ব্যক্তির সঙ্গে অপরের প্রতিবাদের ভাষা না মিললেই তাঁকে আক্রমণ করার প্রবণতা তৈরি হচ্ছে। খুব খারাপ লাগছে দেখে।’ এমনকী, বাবলির প্রিমিয়ারও হয়নি।
আরও পড়ুন: ‘রাতের ডিউটি করেছে, সেমিনার রু🤪মে ঘুমিয়েছে…’! আরজি কর নিয়ে সক্রিয় প𒆙্রতিবাদে সৃজিত
এদিকে, রবিবারে বিনোদন জগত থেকে আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে যে প্রতিবাদ মিছিল বের করতে দেখা যায়, তাতে রাজ চক্রবর্তী উপস্থিত ছিলেন। বিকেল ৪টে থেকে শুরু হওয়া জমায়ে🍰ত টেকনিশিয়ান স্টুডিয়ো থেকে যাবে ওআরজি কর অবধি।
এদিকে, ইতিমধ্যেই টলিউ🌞ডের ভিতর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রব উঠছে। যাতে সামিল হয়েছেন শ্রীলেখা মিত্র, ঋত🥀্বিক চক্রবর্তীর মতো অভিনেতারা। ছোট পর্দার কিছু তারকাও এই একই দাবি তুলেছেন সোশ্যাল মিডিয়াতে।
নির্যাতিতা ডাক্তারের পরিবার📖েরও দাবি, আরজি করের ভিতরের মানুষরা জড়িয়ে আছেন তাঁর মেয়ের উপর হওয়া পাশিব অত্যাচার ও খুনের🐻 সঙ্গে। তাঁরা ইতিমধ্যেই বাংলার মুখ্যমন্ত্রীর দেওয়া ১০ লাখের অনুদান ফিরিয়ে দ