🌟 বলিউডে পা রাখছেন রাজ চক্রবর্তী। তাঁর প্রথম হিন্দি সিরিজ হতে চলেছে ‘পরিণীতা’। হ্য়াঁ, রাজেরই সুপারহিট ছবি 'পরিণীতা'র হিন্দি রূপান্তর হতে চলেছে এটি। এখবর অবশ্য আগেই শোনা গিয়েছিল। তবে প্রশ্ন ছিল রাজের হিন্দি সিরিজে অভিনয় করছেন কারা?
🔯 জানা যাচ্ছে, রাজের হিন্দি পরিণীতায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়, অদিতি পোহানকর। এছাড়াও রয়েছেন লাবনী সরকার, অনন্যা সেন, প্রীতি সরকার সহ অন্যান্যরা।
൲ তবে এই সিরিজটি রাজের ছবি 'পরিণীতা'র হিন্দি রূপান্তর হলেও গল্প ও চিত্রনাট্যে আমূল পরিবর্তন আনা হচ্ছে। ছবির গল্পে দেখা গিয়েছিল বাবাই দা (ঋত্বিক চক্রবর্তী)র মৃত্যুর প্রতিশোধ নেবে মেহুল (শুভশ্রী)। সেখানেই শেষ হয়েছিল ছবির গল্প। তবে হিন্দি সিরিজের গল্প শুরু হবে ছবির শেষ থেকেই। ইতিমধ্যেই সিরিজের শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। আনন্দবাজার প্রতিবেদন সূত্রে খবর, শনিবার দক্ষিণ কলকাতার এক বনেদি বাড়িতে শুরু হয়েছে রাজেন হিন্দি 'পরিণীতা'র শ্যুটিং।
⭕আরও পড়ুন-গ্যালাক্সি-র একদম কাছে, সলমনের উপহার দেওয়া দামি ফ্ল্যাট বেচে দিলেন অর্পিতা! কিন্তু কেন?
কিন্তু কোথায় ছিল এই শ্যুটিং স্পট?
🐠 দক্ষিণ কলকাতার তালগুড় শিল্প সমবায় সমিতির বাড়িতেই ৪ অভিনেত্রীকে নিয়ে শ্যুটিং করেন রাজ। যেখানে লাবনী সেজেছিলেন গঙ্গা-যমুনা পাড়ের তাঁতের শাড়িতে। তাঁর চুল ছিল খোলা, সিঁদুর ঘেঁটে গিয়েছে, মুখে শোকের ছায়া স্পষ্ট। এমনই একটা লুক দেওয়া হয়েছিল তাঁকে। বাংলা পরিণীতার মেহুলের মায়ের চরিত্রে দেখা গিয়েছিল তুলিকা বসুকে। আর হিন্দিতে সেই চরিত্রটিই করছেন লাবনী সরকার। মেহুলের দুই বান্ধবীর ভূমিকায় অনন্যা ও প্রীতি।
💞 এদিকে শনিবারের পর রবিবারও রয়েছে 'পরিণীতা' ওয়েব সিরিজের শ্যুটিং। যেখানে দেখা যাবে শঙ্কর চক্রবর্তী, রোশনি ভট্টাচার্যকে। শ্য়ুটিং হবে হাওড়া ব্রিজ ও উত্তর কলকাতায়। এছাড়াও দার্জিলিং-এও শ্যুটিং হওয়ার কথা রয়েছে রাজের হিন্দি সিরিজ 'পরিণীতা'র। যেখানে থাকবেন বলিউডের অনেক অভিনেতাও। ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যেতে পারে সুমিত ব্যসকে, বাংলায় যে চরিত্রটিতে অভিনয় করেছিলেন গৌরব চক্রবর্তী। আবার বাংলায় শুভশ্রীকে পছন্দ করতেন এমন একটা চরিত্রে দেখা গিয়েছিল আদৃত রায়কে। সেই চরিত্রে দেখা যাবে প্রিয়াংশু পাইনুলিকে।