কবে আসছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক?ꦅ কাকে দেখা যাবে 'মহারাজ'-এর চরিত্রে? এবিষয়ে ক্রীড়া ও সিনেপ্রেমীদের মধ্যে আগ্রহের অন্ত নেই। বহুদিন ধরেই সৌরভের বায়োপিকে অভিনয় নিয়ে শোনা যাচ্ছে একাধিক নাম। কখনও আয়ূষ্মান খুরানা, কখনও রণবীর কাপুর, কখনও আবার রাজকুমার রাও, একাধিক অভিনেতার নাম উঠে এসেছে বায়োপিকে সৌরভের চরিত্রের জন্য।
তবে অতি সম্প্রতি সৌরভের বায়োপিকের জಞন্য রাজকুমার রাও-এর নামটিই বেশি করে উঠে আসছে। সত্যিই কি রাজকুমার অভিনয় করবেন? এবার এবিষয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
রাজকুমার রাওকে নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়
বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানেই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মহারাজ বলেন, আমি যা শুনেছি, রাজকুমার রাও এই চরিত্রে (নাম ভূমিকায়) অভিনয় করবেন... । তবে তারিখ নিয়ে সমস্যা আ💜ছে। আর তাই এই ছবিটি তৈরি হতে এখনও বছর খানেক সময় লাগবে।
আরও পড়ুন-হলিউডে🅰 পা রাখছেন সলমন? দুবাই থেকে ফাঁস শ্যুটিংয়ꦓের দৃশ্য, কোন চরিত্রে দেখা যাবে ভাইজানকে?
তবে সৌরভ নিজে তাঁর চরিত্রে কাকে দেখতে চেয়েছিলেন? এই প্রশ্নে কিছুটা কায়দা করে মহারাজের ডিপ্লোম্যাটিক উ🦋ত্তর, ‘আমার রাজকুমার রাওকে ভীষণ পছন্দ।’ আর ডোনার চরিত্রে কাকে দেখা যাবে প্রশ্ন করা হলে সৌরভ বলেন, ‘ডিফিক্যাল্ট ক্যাജরেক্টার। অনেক অপশান আছে, তবে বেছে উঠতে পারিনি।’
ভা🔜রতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক হিসাবে যথেষ্ঠ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি দেশের হয়ে ১১৩টি টেস্ট ও ৩১১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে সব ধরনের ক্রিকেট নিয়ে তাঁর মোট ১৮ হাজার ৫৭৫ রান রয়েছে। ভারতকে ২১টি টেস্ট ও ২০০৩ বিশ্বকাপের ফাইনালে নেতৃত্ব দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
পরবর্তী সময়ে ‘প্রিন্স অফ কল🍷কাতা’ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (সিএবি) সভাপতি হন। গত বছরের অক্টোবরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি নিযুক্ত হন তিনি। বি☂সিসিআইয়ের টেকনিক্যাল কমিটি এবং ক্রিকেট অ্যাডভাইজরি কমিটিতে ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষ্মণের সঙ্গেও দায়িত্ব পালন করেছেন সৌরভও।
রাজকুমার রাও
অন্যদিকে কাজের ক্ষেত্রে রাজকুমার রাওকে ‘ভুল চুক মাফ’ ছবিতে দেখা যাবে। যে ছবিতে রাজকুমারের বিপরীতে ওয়ামিকা গাব্বিকে দেখা যাবে। সম্প্রতি মুকꦿ্তি পেয়েছে সেই ছবিটির টিজার। যেখানে দেখা যায়, রাজকুমার ও ওয়ামিকার পরিবার তাঁদের বিয়ের দিন ঠিক করছেন। যেখানে রাজকুমারের গায়ে হলুদের অনুষ্ঠানও দেখা যায়। ছবির টিজারে মূল আকর্ষণ ছিল দীপিকা পাড়ুকোন ও সাইফ আলি খান অভিনীত ‘লাভ আজ কাল’ (২০০৯) ছবির 'চোর বাজারি' গানটি। মজার ব্যাপার হলো, ওই ছবিতেA ওয়ামিকা গাব্বির একটি ছোট চরিত্র ছিল। অ্যামাজন এমজিএম স্টুডিওর সহযোগিতায় ম্যাডক ফিল্মসের তত্ত্বাবধানে 'ভুল চুক মাফ' পরিচালনা করেছেন দীনেশ বিজন।