NEW DELHI : চুল পড়ে যাচ্ছে, মাথায় টাক পড়ার হাল! এমন সমস্যায় জেরবার মানুষের সংখ্যা নেহাত কম নয়। আর আজকাল এই ꦡসমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই হেয়ার ট্রান্সপ্লান্টের সাহায্য নেন। তবে কি জানেন এই তালিকায় রয়েছেন অভিনেতা রাজপাল যাদব?
হ্য়াঁ, ঠিকই শুনছেন। কৌতুকাভিনেতা রাজপাল যাদবও মাথায় চুল বসানোর 𒈔জন্য অস্ত্রোপচারের সাহায্য নিয়েছেন। তবে তিনি নিজে সেকথা জানাননি। যে ক্লিনিকের তরফে এই প্রতিস্থাপন তিনি করিয়েছেন, সেখানকার তরফেই সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিয়ো পোস্ট করা হয়েছে। আর তাতেই ফাঁস হয়েছে গোটা বিষয়টি।
রাজপাল যাদবের চুল প্রতিস্থাপন
ক্লিনিকের তরফে পোস্ট করা ভিড🙈িওটিতে রাজপাল যাদবের চুল প্রতিস্থাপন পদ্ജধতি, অস্ত্রোপচারের কয়েক মাস আগে-পরে অভিনেতার পরিবর্তিত হেয়ারলাইন মন্তাজ আকারে দেখানো রয়েছে। ক্লিপটি অভিনেতার হেয়ারলাইনের একটা ছবি দেওয়া হয়েছে। পরে অভিনেতা ও তার ডাক্তার তাঁকে যে হেয়ারলাইন ডিজাইন বেছে দিয়েছিলেন। কীভাবে চুল অস্ত্রোপচার-পরবর্তীতে বদলেছে, সেটাই তুলে ধরা হয়েছে গোটা ভিডিয়োতে।
ভিডিয়ো ক্লিপটি অবশ্য কয়েক সেকেন্ডের, ভিডিয়োর শেষে চুল প্রতিস্থাপন অস্ত্রোপচারের চার মাস পরে রাজপাল যাদবের চুল কীভাবে𒊎 বেড়েছে, সেটা তুলে ধরা হয়েছে। শেষ পর্যন্ত অভিনেতার বদলে যাওয়া চুলের রেখার বেশ কয়েকটি ছবি পো💦স্ট করেছেন তাঁরা।