রাজু শ্রীবাস্তবের আরোগ্য কামনা করছে গোটা দেশ। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে ১১ দিন অতিক্রান্ত, এখন জ্ঞান ফেরেনি কৌতুকাভিনেতার। দু-দিন আগেই রাজুর ‘ব্রেন ডেথ’ হয়েছে এমন গুজবও ছড়িয়ে পড়েছিল। কমেডিয়ানের নিকট আত্মীয়রা পর্যন্ত জানিয়েছিলেন, ‘রাজু আঙ্কেলের ব্রেন কাজ করছে না। চিকিৎসরা আশা ছেড়ে দিয়েছেন, আমরা মিরাকেলের প্রার্থনা করছি’। তবে হাল ছাড়েননি রাজু। লড়াই চালিয়ে যাচ্ছেন ত❀িনি। আপতত বিপদমুক্ত না হলেও পরিস্থিতি সামন্য শুধরেছে। এই মুহূর্তে দিল্লি AIIMS-এ ভর্তি রয়েছেন কমেডিয়ান।
রাজুর বর্তমান শারীরিক পরিস্থিতি কেমন? জানালেন দীর্ঘদিনের সহকর্মী শেখর সুমন। শেখর সুমন রবিবার সকালে টুইট করেন, ‘রাজুর সাম্প্রতিক আপডেট হল,ওর পরিবারের বয়ানানুসারে.. ওর অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করছে। যদিও এখনও জ্ঞান ফেরেনি। তবে চিকিৎসকরা জানাচ্ছেন, রাজু ধীরে ধীরে সুস্থ হচ্ছে। মহাদেব সহায় হয়েছেন। হর হর মহাদেব’। আর🎐ও পড়ুন-‘যাদেꦯর মেধা থাকবে তাঁরা বুঝবে’, মরে গিয়েও ফিরে এল গুণগুণ! ট্রোলিং-এর জবাব লীনার
শুক্রবার রাজু শ্রীবাস্তবের ভাই দীপু শ্রীবাস্তব ভিডিয়ো বার্তায় জানিয়েছিলেন, দেশের সেরা চিকিৎসকরা দেখভাল করছে রাজুর। তাই গুজব না ছড়িয়ে রাজুর সুস্থতার কামনা করবার ⛦অনুরোধ জানান দীপু। তিনি বলেন,'রাজু🌌 ভাই ফাইটার, উনি এই যুদ্ধ জয়ী হবেন এবং আমাদের মধ্যে ফিরে আসবেন'।
অপর এক সাক্ষাৎকারে রাজু শ্রীবাস্তবের স্ত্রী জানান, ‘আমার স্বামী ফাইটার, উনি লড়াই চালাচ্ছেন’। গত সপ্তাহে রাজুর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিবৃতি প্রকাশ করে পরিবার। সেখানে লেখা ছিল, 'রাজুর শ্রীবাস্তব মহাশয় এখন স্থিতিশীল। আমরা ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি। চিকিৎসকরা সবটা দিয়ে ওঁর চিকিৎসা করছেন। ভালোবাসা এবং সমর্থনের জন্য ওঁর শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ। দয়া করে কোনও গুঞ্জন বা ভুয়ো খবর এড়িয়ে চলুন। ওঁর জন্য প্রার্থনা করুন।' আরও পড়ুন-‘ব্রেন ডেথ হয়েছে রাজু শ্রীবাস্তবের’, এমন জল্প🐬🍰না ওড়ালেন কৌতুকশিল্পীর ম্যানেজার
গত ১০ই অগস্ট জিমে ট্রেডমিলে দৌড়ানোর সময় হার্ট অ্যাটাকের শিকার হন এই কৌতুকা🤪ভিনেতা। তারপর থেকেই দিল্লি AIIMS-এ ভর্তি রয়েছেন তিনি। হৃদরোগে আক্রান্ত হওয়ার দিনেই অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়✨েছিল স্ট্যান্ড আপ কমেডিয়ানের। তবে এখনও অচেতন অবস্থায় রয়েছেন রাজু শ্রীবাস্তব, তাঁকে রাখা হয়েছে লাইফ সাপোর্টে।
আরও পড়ুন-‘দাদু ডাক পছন্দ হবে না অ♕নিল কাপুরের’, সোনমের ছেলে হওয়ার পর মন্তব্য করণের