একটা সময় একটানা পরপর ট💫িআরপি টপার থেকেছে ‘খড়কুটো’। ‘সৌগুণ’ জুটির রসায়ন নজর কেড়েছে গোটা বাংলার। তবে টিআরপি তালিকায় সামন্য হেরফের হতেই দুপুরের স্লটে নামিয়ে আনা হয় ‘খড়কুটো’কে। আর রবিবার, ২১ শে অগস্ট শেষ হল খড়কুটো-র জার্নি। গুণগুণের মৃত্যুর পর সিরিয়ালে আর কী টুইস্ট থাকবে সেটা জানতেই রবিবারের অপেক্ষায় দিন গুণছিল ফ্যানেরা। অবশেষে সবটা স্পষ্ট হল।
শেষ এপিসোডে ২৫ বছর এগিয়ে গেল ‘খড়কুটো’র গল্প। আর শেষ এপিসোডের শুরুতেই ফের একবার প্রাণোচ্ছ্বল গুণগুণের দেখা মিলল। ভাবছেন মরা গুণগুণ ফিরল কী করে? না, এই গুণগুণ ডাঃ মজুমদারের মেয়ে। পেশায় একজন থেরাপিস্ট। চাকরি সূত্রে ইশানের হাসপাতালে নতুন যোগ দিয়েছে। ভাবছেন ইশান কে? সৌজন্য আর গুণগুণের ছেলে। যে ভূমিকাতেও দেখা মিলল কৌশিক রায়ের। অর্থাৎ শেষ এপিসোডের মেজর টুইস্ট এটাই যে হুবহু বাবার মতো দেখতে হয়েছে গুণগুণের ছেলেকে। আর নতুন গুণগুণের হাবভাব সবই পুরোনো গুণগুণের মতো। এমন টুইস্ট দেখে সোশ্যাল মিডিয়া🐼য় ট্রোলিং-এর বন্য♐া।
লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়কে নিয়ে রীতিমতো খিল্লি করছেন নেটিজেনরা। একজন তো লিখেছেন, ‘ওপর থেকে ডারউইন দাদু ভীষণ রাগ করবেন এইসব দেখে’। অপরজন লেখেন, ‘লীনা পিসির টুইস্টের সামনে বাকি সব ফেল’। লেখিকা কি বিব্রত এহেন প্রতিক্রিয়ায়? হিন্দুস্তান টাইমস বাংলাকে তিনি সরাসরি জান🍒ালেন, ‘আমি একেবারেই গুরুত্ব দিই না এই ট্রোলিং-কে। আমাদের গুরুত্ব দি✱তে হয় চ্যানেলকে, তারা খুশি থাকলেই আমাদের কাজ সম্পন্ন। দর্শক হিসাবে নিশ্চয় তাঁদের মতামত থাকবে, লেখকে সব ভাবনার সঙ্গে সকলে একমত হবে এটা তো নাও হতে পারে।’
খড়কুটোর শেষ এপিসোডের আসল অর্থ সুন্দরভাবে ব্যাখা করলেন লীনা গঙ্গোপাধ্যায়, পাশাপাশি দর্শকদের একাংশের মেধা নিয়েও প্রশ্ন তুললেন তিনি। লেখিকা জানান, ‘এটা একটা প্রতীকি ভাবনাকে উপস্থাপন করা হয়েছে, যে প্রিয় মানুষরা বারবার ফিরে ফিরে আসে। তাঁরা এই সমাজেই থাকে। সেইটুকু বোঝবার মেধা যা꧑দের থাকবে তাঁরা বুঝবেন, আর যাদের বোঝবার মেধা নেই- তাঁরা তাঁদের মতো করে ব্যাখা করবেন। কোনওটাতেই আমার কোনও প্🌄রতিক্রিয়া নেই।’
নিজে সোস্যাল মিডিয়ায় না থাকায়, জনগণের মতামতা খুব বেশি চোখে পড়ে না তাঁ൩র। তবে জানালেন,'সব মানুষের বলার অধিকার আছে, তাঁরা বলেছে-আমার এতে বিশেষ কিছু বলার নেই'।
ম্যাজিক মোমেন্টস-এর আরও একটা সফল সিরিয়ালের যাত্রাপথ শেষ। কী প্রতিক্রিয়া ‘খড়কুটো’র ক্রিয়েটিভ ডিরেক্টরের? (খানিক থেমে) লীনা গঙ্গোপাধ্যায় বলেল, ‘একটা সিরিয়াল শেষ হল, একরকমভাবে✅ শেষ হল। জীবন তো থেমে থাকে না, এগিয়ে চলে। মানুষ এভাবেই বারবার ফিরে ফিরে আসে। এর থেকে বেশি কিছু বলব༒ার নেই।’