সম🍬্প্রতি জরায়ুতে টিউমার অস্ত্রোপচার হয়েছে রাখি সাওয়ান্তের। অস্ত্রোপচারের পর আপাতত ধীরে ধীরে সুস্থতার পথে হাঁটছেন রাখি। সম্প্রতি হাসপাতাল থেকে রাখির আরও একটা ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেত্রীর প্রাক্তন স্বামী রীত෴েশ সিং।
কী আছে সেই ভিডিয়োতে?
সেখানে দেখা যাচ্ছে, অস্ত্রোপচারের পর নার্সরা রাখির হাত ধরে তাঁকে হাঁটানোর চেষ্টা করছেন। অস্ত্রোপচারের পর সেই হাঁটার চেষ্টা ভীষণই বেদনাদায়ক। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে হাঁটতে দেখা যাচ্ছে রাখিকে। নার্স সহ অন্যান্য সকলেই রাখিকে বোঝানোর চেষ্টা করছেন যে তা💫ঁকে সোজা হয়ে দাঁড়াতেই হবে, তারপর ধীরে ধীরে হাঁটার চেষ্টা করতে হবে। ভিডিয়োটি পোস্ট করে রীতেশ লিখেছেন, ‘আমি আজ ভীষণই খুশি। রাখিকে খুব শীঘ্রই আমাদের সঙ্গে দেখা যাবে। উনি হাঁটার চেষ্টা করছেন, সেটা দেখে ভালো লাগছে। ঈশ্বর ও অনুরাগীদের ধন্যবাদ।’
আরও পড়ুন-'এষা, করিনারা একদিন আমার 🥂থেকে কাজ কেড়ে নিয়েছেন’, আমিশার অভিযোগে চটলেন হেমা কন্যা?
এর আগে রাখির অস্ত্রোপচার প্রসঙ্গে🦩 রীতেশ সিং বলেন, ‘কিছু লোক বিষয়টা নিয়ে উপহাস করছিলেন। আমি মনে করি এরাঁ আসলেই অমানুষ, তাই কারোর কষ্টে এদের হাসি পায়। টিউমারের ছবি দেখিয়ে রীতেশ বলেন, দেখুন তাহলে এটা কত বড় গুজব!’ এরপর রাখির উদ্দেশ্যে রীতেশ বলেন, ‘রাখি তুমি চিন্তা করো না, আমরা তোমার যত্ন নেব। কেউ কেউ এখনও ভিত্তিহীন মক্তব্য করছেন এবং তোমার মানহানির চেষ্টা করছেন। আবার আমিও বলতে চাই আপনাদের সময় শেষ।’
গত ১৪ মে, বুকে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন রাখি সাওয়ান্ত। সেদিন জানা গিয়েছিল, রাখির হার্টের সমস্যার পাশাপাশি, জরায়ুতে টিউমারও রয়েছে। যদিও সেসময় ♕রাখির অসুস্থতাকে 'নাটক' বলে কটাক্ষ করেছিলেন তাঁর দ্বিতীয়, প্রাক্তন স্বামী আদিল খান দুরানি। তাঁর দাবি ছিল, জেলে যাওয়া থেকে বাঁচতেই রাখি নাটক করছেন। তবে সেদিনই আদিলের দাবিকে উড়িয়ে🌱 দেন রাখির প্রথম প্রাক্তন স্বামী রীতেশ। তিনি অবশ্য প্রথম থেকে রাখির পাশেই ছিলেন।
প্রসঙ্গত, রাখি সাওয়ান্তের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনের (আইটি অ্যাক্ট) ধারায় ৬৭(এ) সহ ভারতীয় দণ্ডবিধির অনুসারে মানহানি এবং অপরা🐻ধমূলক অভিপ্রায়ে জড়িত থাকার জন্য ৫০০, ৫০৪ এবং ৩৪ ধারার অধীনে মামলা করা হয়েছে। রাখির বিরুদ্ধে ব্যক্তিগত, যৌন উত্তেজনাপূর্ণ ভিডিয়ো ফাঁস করার অভিযোগ এনেছেন প্রাক্তন আদিল।