শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়ের ছবি মানেই বক্স অফিসে সাফল্য। ‘পোস্ত’, ‘বেলাশেষে’, ‘প্রাক্তন’…, উইন্ডোজ প্রোডাকশনের সব ছবিই কমবেশি বক্স অফিসে ধারাবাহিকভাবে সফল। সেই ধারা অব্যাহত আবির-মিমির🔯 ছবি 'রক্তবীজ'-এর ক্ষেত্রেও।
পুজোয় মুক্তি পেয়েছে 'রক্তবীজ'। উইন্ডোজ প্রোডাকশনের এই ছবি ছ𒐪াড়াও পুজোয় এসেছে আর তিনটি ছবি। 'দশম অবতার', ‘বাঘা যতীন’ এবং ‘জঙ্গলে মিতিন মাসি’। তবে তারপরেও বহু দর্শকই হলে গিয়ে 'রক্তবীজ' দেখার জন্য ঝুঁকেছেন। গত ১৯ অক্টোবর মুক্তি পেয়েছে ‘রক্তবীজ’। বক্স অফিসে ৯ দিন পার করে কেমন ব্যবসা করল আবির চট্টোপধ্যায়, মিমি চক্রবর্তীর 🌃'রক্তবীজ'? 'বক্স অফিস বিজনেজ'-এর রিপোর্ট বলছে মুক্তির ৯ দিনে ২.৩৯ কোটি টাকার ব্যবসা করেছে 'রক্তবীজ'।
- রিপোর্ট বলছে, 'রক্তবীজ'-এর গত ৯ দিনের বক্স অফিস কালেকশন যথাক্রমে
- দিন ১ -আনুমানিক ০.১৫ কোটি টাকা
- দিন ২ -আনুমানিক 0০.২০ কোটি টাকা
- দিন ৩ -আনুমানিক ০.৩২ কোটি টাকা
- দিন ৪ -আনুমানিক ০.৩৬ কোটি টাকা
- দিন ৪ -আনুমানিক ০.৪০কোটি টাকা
- দিন ৬ -আনুমানিক ০.৩৯ কোটি টাকা
- দিন ৭ -আনুমানিক ০.২৫ কোটি টাকা
- দিন ৮ -আনুমানিক ০.২২ কোটি টাকা
- দিন ৯ -আনুমানিক ০.১০ কোটি টাকা
- মোট বক্স অফিস সংগ্রহ -
- আনুমানিক ২.২৯ কোটি টাকা
টলি বাংলা বক্স অফিসের রিপোর্ট বলছে গত ৮ দিনে ১ লক্ষ ৪৩ হাজার দꦛর্শক দেখে ফেলেছে 'রক্তবীজ' ছবিটি। প্রথম সপ্তহে 'রক্তবীজ'-এর শো ছিল ১৯৭টি, দ্বিতীয় সপ্তাহে শো দাঁড়িয়েছে ১৭৭টি।
এদিকে 'রক্তবীজ'-এর সাফল্য নিয়ে পুজোর সম শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন🐓, তাঁর কেরিয়ারে সবথেকে বেশি ব্যবসা করেছিল 'বেলাশুরু', জানিয়েছিলেন 'রক্তবীজ' নিয়েও তিনি আশাবাদী। তাঁর কথায়, পুজোর ব্যবসা অন্য জিনিস, পুজোতে সব ছবিই ভালো ব্যবসা করে, তারপর ব্যবসা একটু থিতিয়ে যায়। তবে ছবি নিয়ে যত সুনাম মানুষের মুখে ঘোরে, সেভাবেই ছবি ব্যবসা করে। 'রক্তবীজ' নিয়েও তিনি আশাবাদী বলে জানিয়েছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। প্রসঙ্গত, খাগড়াগড় বিস্ফোরণের ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে 'রক্তবীজ'।