প্রযোজক রানা সরকার বরাবরই ভীষণ চাঁচাছোলা। এবারও তার অন্যথা হল না। এদিন তিনি রাহুলꦚ মুখোপাধ্যায়ের সমর্থনে টলিউডের এই প্রতিবাদকে রীতিমত কটাক্ষ করে বসলেন। জানালেন সবটাই নাকি SVF এর 'গুড ব﷽ুকে' থাকার জন্য করছেন তারকারা।
আরও পড়ুন: 'আম🌠িও অভিনয় করেছি তাই.🍸..' ট্রোল্ড হতেই পুরস্কার নিয়ে সটান জবাব 'মহানায়ক' নচিকেতার!
কী লিখলেন রানা সরকার?
রানা সরকার এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন টলিউড শিল্পীদের চলা এই প্রতিবাদ নিয়ে। সেখানে তিনি স্পষ্ট ভাবেই লেখেন এই প্রতিবাদ ফেডারেশনের বিরুদ্ধ নয়, বরং SVF এর 'গুড বুকে' থাকার জন্য করছেন তারকারা। রানা এদিন তাঁর পোস্টে লেখেন, 'ফেডারেশন ভার্সেস SVF ফেডারেশন : সাসপেন্ডেড ডিরেক্টরের পক্ষে আসলে কেউ নেই, ওটা একটা ইস্যু মাত্র। যে সমস্ত স্বনামধন্য ব্যক্তিত্ব প্রতিবাদে সরব হয়েছেন সেটা আসলে SVF-এর গুডবুকে থাকার প্রয়াস। গত দুবছরে একজন পরিচালক (পারমিতা মুন্সি) সহ মোট ১৩ জন টেকিশিয়ানকে সাসপেন্ড করেছে ফেডারেশন তখন তো তাদের পাশে কেউ দাঁড়ায়নি, তখন কি শিল্পীর স্বাধীনতা বা কাজের অধিকারের প্রশ্ন ছিল না? তা👍হলে আজ কী পরিবর্তন হল? খেয়াল করুন যারা প্রতিবাদ করছে নামকরা ব্যক্তিত্ব সবাই এসভিএফ-এর সঙ্গে কাজের সূত্রে যুক্ত অথবা যুক্ত হওয়ার অদম্য ইচ্ছা আছে তাদের।'
তিনি এদিন আরও লেখেন, 'আসলে তারা SVF-এর পাশে দাঁড়িয়েছে, রাহুল মুখার্জির পাশে নয়। রাহুল মুখার্জি সাসপেন্ড হয়েছে সবাই এত প্রতিবাদের মুখর কিন্তু রাহুল মুখার্জি কি দোষ করেছে সেটাই আদৌ উচিত না অনুচিত সেটা নিয়ে কেউ কথা বলছে না। কত প্রযোজক শ্যুটিং করতে গিয়ে বিপদে পড়েছে তখন কেউ মুখ খোলেনি। আজ শুনলাম ডিরেক্টরদের মিটি🍎ং আছে এবং এই সাসপেনশনের প্রতিবাদে বহু ডিরেক্টর গিল্ড ভেঙে বেরিয়ে যাবে। দেবালয় ভট্টাচার্যের নেতৃত্বে নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। খুব ভালো আন্দোলন হচ্ছে। ফেডারেশনের তথাকথিত দাদাগিরি শেষ করতে আপনাদের আন্দোলনের পাশে আছি। আশা করব যেসব ডিরেক্টর গিল্ড থেকে বেরিয়ে এসে প্রতিবাদ করবে তারা আর কোনদিন ফেডারেশনের টেকনিশিয়ানদের নিয়ে কাজ করবে না।' তাঁর কথায়, 'সবচেয়ে ভালো হয় একটা SVF ফেডারেশন তৈরি হোক। আমরা সবাই সেই ফেডারেশনের সঙ্গে কাজ করব। খুব কাছেই ওদের অফিস, টুক করে চলে গিয়ে টেকনিশিয়ানদের নিয়ে আসবো। স্বরূপ বিশ্বাসের ফেডারেশনের বিরুদ্ধে এত ক্ষোভ, শ্রীকান্তদার উচিত ইন্ডাস্ট্রির একজন মাথা হিসেবে পালটা একটা টেকনিশিয়ান ফেডারেশন তৈরি করা। সেখানে কাউকে সাসপেন্ড করা হবে না বা কেউ নিয়মনীতি না মানলেও শিব ঠাকুরের আপনদেশে সবাই কর্তার ইচ্ছায় কর্ম করে খুশি থাকবে। হ্যাঁ স্বরূপ বিশ্বাসের ফেডারেশনের সঙ্গে SVF ফেডারেশনের ঝামেলা লাগবে। কিন্তু এই যে প্রতিবাদী বিপ্লবীরা জেগে উঠেছে তারা সবাই সমর্থন করবে। এবং SVF খুবই পাওয়ারফুল, ওরা সব সামলে নেবে। দরকারে কেন্দ্রীয় সরকারের সমর্থন জোগাড় করে নেবে। দারুণ সুযোগ এসেছে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে এক নতুন নবজাগরণের অধ্যায় লেখা হবে।' প্রসঙ্গত অনেকেই তাঁকে এই বিষয়ে সমর্থন করেছেন।
কী ঘটিয়েছেন রাহুল?
বাংলাদেশের OTT মাধ্যম চরকির জন্য লহু নামক সিরিজের কথা ছিল রাহুল মুখোপাধ্যায়ের। কলকাতায় শ্যুটিং হওয়ার কথা ছিল, কিন্তু চরকির সমস্যা ছিল এখানকার শর্ত মেনে কাজ করায়। তাই তাঁরা বাংলা🌺দেশে শ্যুটিং করে। আর রাহুল এই সিরিজের পরিচালনা করেন বাংলদেশে গিয়েই ফেডারেশনকে ক💃িছু না জানিয়েই। তাই তাঁকে শাস্তি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: 'ও অ্যাক্টর, তুমি কত শত ছল করে...' নচিকেতাকে মহানায়ক সম্মান! কটাক্ষ করে কী লিখলেন🍰 ঋত্𝕴বিক-কিঞ্জল?
বৃহস্পতিবার ফেডারেশন এবং ডিরেক্টরস গিল্ডের মিটিং আছে। এই মিটিংয়ে সমস্যার সমাধান না হলে গিল্ড ভেঙে দেওয়া হবে বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই রাজ চক্রবর্তী, ঋদ্ধি সেন, সোমক ঘো🔯ষ, কুণাল ঘোষ, প্রমুখ বিরোধিতা কর𝕴েছেন ফেডারেশনের এই সিদ্ধান্তের।